গুগলে ইডিয়ট লিখলে আসছে ট্রাম্পের ছবি!

গুগলে ইডিয়ট লিখলে আসছে ট্রাম্পের ছবি!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর বিতর্ক যেন পাশাপাশি চলে। আর সেই কথাটাই ফের প্রমাণ হল। তবে সেই বিতর্ক ইন্টারনেট দুনিয়ার। সম্প্রতি গুগল সার্চে দেখা গিয়েছে, ইংরাজিতে ইডিয়ট শব্দটি লিখলে চলে আসছে ডোনাল্ড ট্রাম্পের শত শত ছবি। আর  তাতেই আমেরিকা জুড়ে শুরু হয়েছে বিতর্ক।

কীভাবে দেখা যাচ্ছে এই ছবি? গুগলের সার্চে লিখতে হচ্ছে ইডিয়ট। তারপর সার্চ অপটিমাইজেশন করে সিলেক্ট করতে হচ্ছে ইমেজ। আর সেটা সার্চ করলেই দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ছবি।

কিন্তু এই কাণ্ড ঘটলো কী করে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, একদল অনলাইন ক্যাম্পেইন অ্যাক্টিভিস্ট কয়েকদিন ধরে এ নিয়ে কাজ করছিলেন। তারা ইন্টারনেট দুনিয়ায় ইডিয়ট শব্দটির সঙ্গে একাধিক ক্ষেত্রে ট্রাম্পের ছবি জুড়ে দিয়েছেন। যার ফলে গুগল সার্চে উপরের দিকে উঠে এসেছে এসব ছবি। আর ব্যবহারকারীরা ইডিয়ট শব্দটি লিখলেই দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। ঘটনার উৎস খুঁজছে মার্কিন প্রশাসন।‌‌

গুগলে ইডিয়ট লিখলেই চলে আসছে মার্কিন প্রেসিডেন্টের শত শত ছবি