কুষ্টিয়ায় মাহমুদুর রহমানকে ঘিরে রেখেছে ছাত্রলীগ

কুষ্টিয়ায় মাহমুদুর রহমানকে ঘিরে রেখেছে ছাত্রলীগ

কুষ্টিয়ায় আদালত এলাকায় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ঘিরে রেখেছে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তিনি একটি মামলায় জামিন পেলেও আদালত এলাকা থেকে বের হতে পারছেন না।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, মানহানির একটি মামলায় জামিন নিতে আজ রোববার কুষ্টিয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। উভয় পক্ষের শুনানির পর বিচারক এম এ মোর্শেদের আদালত থেকে তিনি জামিনও লাভ করেন।

কিন্তু আদালত থেকে বের হওয়ার সময় দেখা যায়, আদালতের প্রতিটি গেটের সামনে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা অবস্থান করছে। তিনি বের হলেই হামলার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মাহমুদুর রহমান এখন আদালত এলাকার মধ্যে ম্যাজিস্ট্রেটের কক্ষে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানির অভিযোগ এনে মাহমুদুর রহমানের নামে মামলা দায়ের করেন কুষ্টিয়া ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত তুষার।

মামলায় অভিযোগ করা হয়, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে নিন্দা, দেশের সার্বভৌমকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের একটি কলোনী হিসেবে আখ্যায়িত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।