গতরাতে ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলায় এ পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতকাল ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস করে সাংবিধানিকভাবে দেশটি একটি ইহুদি রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় নির্ধারণ করেছে। ইহুদিবাদি রাষ্ট্রটি যেন ফিলিস্তিনিদের হত্যা করে তাদের বিশেষ দিনটিকে উদযাপন করল।
উক্ত বিল পাসের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দম্ভভরে ঘোষণা দেন, “ইসরায়েলের স্বপ্নদ্রস্টা থিওডর হেরজেলের স্বপ্ন আজ বাস্তবায়িত হল।”
এরপর শুক্রবার রাতেই যুদ্ধ বিরতির চুক্তি ভঙ্গ করে রাতের নিরবতাকে প্রকম্পিত করে গাজায় হামলা চালায় ইসরায়েলি বিমান। হামলায় তাৎক্ষণিক ৪ জন নিহত হয়েছে এবং ১২০ জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার গাজায় প্রবেশের সর্বশেষ এবং সপ্তম রাস্তা কারম-আবু-সালেম বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। পানি, বিদ্যুৎ ও সকল সহযোগিতা বিচ্ছিন্ন করে দিয়ে বর্বর এই হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল।
উল্লেখ্য, বিগত চার মাস ধরে গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা তাদের দখলকৃত ভূমি ফিরে পেতে ইসরায়েলি সীমান্ত বেড়া সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন এবং পাথর ছুঁড়ে প্রতিরোধের চেষ্টা করে আসছে। আর এতে ইসরায়েলি সৈন্যরা গুলি চালিয়ে দেদারসে হত্যা করছে ফিলিস্তিনিদের। গতকালও একজনকে সরাসরি গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।