গরু পাচারের অভিযোগে ভারতে ফের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

গরু পাচারের অভিযোগে ভারতে ফের মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের রাজস্থানে গরু পাচারের অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল গ্রামবাসী। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ২৮ বছর বয়সী মুসলিম যুবকের নাম আকবর খান।

রাজস্থানের আলওয়ার অঞ্চলের রামগড় গ্রামে ২ জন মুসলমান পায়ে হেঁটে গরু নিয়ে যাচ্ছিলেন। তাদেরকে বেদম মারধর করা হলে ঘটনাস্থলেই আকবর খানের মৃত্যু হয়। নিহত আকবর খান পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্যের ফিরোজপুরের ঝিরকা এলাকার বাসিন্দা। খবর : এনডিটিভি।

তারা গরু নিয়ে রামগড় গ্রাম পার হওয়ার সময় গ্রামবাসী তাদের ঘিরে ফেলে এবং দুজনকেই ব্যাপক মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে আকবরের সাথে থাকা অপরজন মারধরের শিকার হলেও তিনি ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হন।

আকবর খানের হত্যার ঘটনা এমন সময়ে ঘটল যার চার দিন আগে ভারতীয় সুপ্রিম কোর্ট গণপিটুনি বা দলবদ্ধ সহিংসতা রোধে শাস্তির বিধান রেখে আইন তৈরি করতে আইনসভার দৃষ্টি আকর্ষণ করেছে।

প্রধান বিচারপতি দিপক মিশ্র বলেন, নাগরিক যখন রাষ্ট্রের আইন নিজের হাতে তুলে নেয় তখন রাষ্ট্রকে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখে তা রোধে ব্যবস্থা গ্রহণ করতে হয়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে এই একই জেলায় পেহলু খান নামের একজনকে গরুর ব্যভসা করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। পেহলু খান গরুর খামারি ছিলেন। এ ঘটনার পর পেহলু খানের পরিবারের লোকজন খামার বন্ধ করে দেয়। পরিবারটি এখন মানবেতর দিন পার করছে। ভারতে নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন বেড়ে গেছে।