ইতিহাসে রোমানরাই প্রথম হস্তলিপি’র প্রচলন করে। তাদের লেখার কৌশল ছিল বৃত্তাকার এবং সমতল। মধ্যযুগে, লেখার উপযোগী চামড়া মূল্য বৃদ্ধি পেয়েছিল। এবং হস্তাক্ষর ক্ষুদ্র এবং সংকুচিত হয়ে এসেছিল। এরও কয়েক শ’ বছর পরে, অষ্টাদশ শতাব্দীতে মার্জিত হাতের লেখা হয়ে ওঠে রুচির স্মারক। বিংশ শতাব্দীতে আমেরিকার স্কুলগুলোতে অনুভূমিক রেখার মধ্যে প্যাচানো অক্ষর লিখতে উৎসাহিত করা হতো। এখন কেউ কোন কিছু খুবই কম লিখে থাকে। নিউইয়র্কের মর্গান লাইব্রেরি পহেলা জুন ২০১৮ থেকে ১৬ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত পৃথিবী বিখ্যাত একশ’র ও বেশি গুরুত্বপূর্ণ লেখক, শিল্পী, সংগীতজ্ঞ এবং ঐতিহাসিক ব্যক্তির হাতের লেখা নিয়ে করছে প্রদর্শনী। এখানে সাহিত্য পত্রিকা প্যারিস রিভিউ’র বাছাই করা কয়েকটি হাতের লেখার ছবি প্রকাশ করা হল:




