ফুটবল ঈশ্বর খ্যাত আর্জেন্টাইন সাবেক ফুৃটবলার ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, “ফিলিস্তিনকে আমি হৃদয়ে ধারণ করি, আমার হৃদয়টা আসলে ফিলিস্তিনি।”
গত রবিবার রাশিয়ার মস্কোয় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতে একথা বলেন।
এ সময় ম্যারাডোনা মাহমুদ আব্বাসকে জড়িয়ে ধরেন এবং বলেন, “প্রেসিডেন্ট আব্বাসের একটি দেশ রয়েছে এবং অধিকার রয়েছে এবং এই লোকটি ফিলিস্তিনে শান্তি চান।” এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের একটি ভিডিও ম্যারাডোনা তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। আরব বিশ্বসহ সারা দুনিয়ায় সামাজিক মাধ্যমে মানুষ এই সাক্ষাতের প্রশংসা করেছেন।
মাহমুদ আব্বাস ম্যারাডোনাকে জলপাই পাতা মুখে নিয়ে উড়ন্ত কবুতরের চিত্র আঁকা একটি পেইন্টিং এবং জলপাইয়ের তেল উপহার দেন।
Argentina's soccer legend Diego #Maradona tells Mahmoud Abbas in Moscow After the World Cup Final 2018:
"In my heart, I’m #Palestinian"#Palestine #Gaza pic.twitter.com/hXQ77zi0K7— 🇮🇷 صبّار (@cactruth) July 16, 2018