৭২ ঘন্টার ক্লাস বর্জনে ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা

৭২ ঘন্টার ক্লাস বর্জনে ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আসাদুজ্জামান প্রান্ত ও রোকেয়া গাজী লিনার উপর হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা হামলাকারীদের বিচার ও শাস্তির দাবিতে ৭২ ঘন্টার ক্লাস বর্জনের কথা জানান। আজ সোমবার সকালে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা মানববন্ধনে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনা না হলে আইনি পদক্ষেপ নেয়া হবে। একই সাথে তাদের অবিলম্ব বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ করে তাদেরকে শাস্তি দাবি করেন। তাদের দেয়া তথ্য মতে হামলাকারীরা হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোল্লা মোহাম্মদ আলে ইমরান পলাশ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাহমুদ অর্পণ।

এছাড়াও তারা আক্রান্ত শিক্ষার্থীদের ভবিষ্যত নিরাপত্তা নিশ্চিত করাসহ সকল সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিরাপদ অবস্থান নিশ্চিতের দাবি জানান।