‘ভিসির বাসভবনে সাধারণ ছাত্ররা নয় হামলা করেছে ছাত্রলীগ’

‘ভিসির বাসভবনে সাধারণ ছাত্ররা নয় হামলা করেছে ছাত্রলীগ’

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ছাত্রলীগ হামলা করেছে” বলে দাবি করে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর বলেছেন, “উক্ত ঘটনার সাথে ছাত্রসমাজ কোন ভাবেই জড়িত নয়।” ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের নানা মহল থেকে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাবি ভিসির বাসভবনে হামলার অভিযোগ তোলা হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে নুরুল হক নুর এ কথা বলেন।

তিনি এ সময় প্রশাসনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “যদি প্রমাণ থাকে তা জনসম্মুখে প্রকাশ করে তাদের বিচার করুন। আমরা শুরু থেকেই এই ঘটনার বিচার দাবি করে আসছি।”

শনিবার দিবাগত রাত ২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি ভিডিও বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় নিজের গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেন।

নুরুল হক নুর সাধারণ ছাত্র সমাজের যৌক্তিক দাবির প্রতি অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, কালকে (রবিবার) আমি এই ফেসবুক লাইভের জন্য গ্রেফতার হতেও পারি। এটাই হতে পারে ছাত্র সমাজের প্রতি আমার শেষ বার্তা। আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রজ্ঞাপন এবং ভাইদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।

কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলার মামলায় ইতোমধ্যে আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে রিমান্ডে নেয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন-আহ্বায়ক রাশেদ খানকে ফেসবুকে লাইভে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ এনে আইসিটি আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত কোটা আন্দোলনের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। বাক স্বাধীনতা থাকবে এমন সমাজ চাই, যেখানে মানুষ তাদের অধিকারের কথা বলতে পারবে।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যেই গত ৮ এপ্রিল রবিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা চালানে হয়। এ সময় উপাচার্যের বাসভবনের গেট ভেঙে হামলাকারীরা ভেতরে ঢুকে গাড়ি পুড়িয়ে দেয়। উপাচার্যের বাসভবনের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এ ছাড়া, বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রবিবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত এই তাণ্ডব চলে ঢাবি উপাচার্যের বাসভবনে।