চলমান সিরিয়া সংকট নিয়ে যৌথ পদক্ষেপসহ একাধিক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘তাস’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো। তাদের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতার মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সিরিয়ার সংকট সমাধানের জন্য যৌথ পদক্ষেপ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট রেজুলেশ্যন এবং আস্তানা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনায় জোর দেয়া হয়েছে।’
এছাড়াও তারা আসন্ন ‘বিআরআইসিএস’ শীর্ষ সম্মেলনের পর জোহানেসবার্গে এক বৈঠকের জন্য সম্মত হয়েছেন। যা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে।
এ সময় তারা উভয়েই বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আকাংখা প্রকাশ করেন। সাম্প্রতিক নির্বাচনে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোগানকে অভিনন্দন জানান ভ্লাদিমির পুতিন।
এই ফোনালাপের মধ্য দিয়ে মুসলিম বিশ্ব হয়তো সিরিয়া সংকটে কোন অগ্রগতি দেখতে পাবে।
উল্লেখ্য, গত ২ বছর আগে আজকের দিনে এরদোগানের ক্ষমতাসীন দল একে পার্টির সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা চালায় তুরস্কের সেনাবাহিনী। এরদোগান অত্যন্ত দক্ষতার সাথে সে অভ্যুত্থান নস্যাৎ করে দেন। এরপর থেকে দিনকে দিন যেম শক্তিশালী হচ্ছেন এরদোগান।