বক্স অফিসে বাজিমাৎ ‘সঞ্জু’র, পেরোতে যাচ্ছে ৩০০ কোটি

বক্স অফিসে বাজিমাৎ ‘সঞ্জু’র, পেরোতে যাচ্ছে ৩০০ কোটি

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত এবার বদলে দিলেন কাপুর পরিবারের এই প্রজন্মের ক্যারিয়ার। একথা বলছি এ কারণে যে, সঞ্জয় দত্তের জীবনি নিয়ে রাজকুমার হিরানির সিনেমা ‘সঞ্জু’তে অভিনয় করেছেন রনবীর কাপুর। আগের সিনেমাগুলোতে খুব একটা সুবিধা করতে না পারলেও এবার ভূয়সী প্রশংসার সাথে বাজিমাৎ করে ফেলেছেন বক্স অফিসেও। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটি বক্স অফিসে যোগ করতে যাচ্ছে ৩০০ কোটি রুপি। মুক্তির প্রথম তিন দিনেই আয় করেছিলো ১০০ কোটি। সর্বশেষ জানামতে, গতকাল শুক্রবার সঞ্জুর  আয় ছিলো ২৯৫.১৮ কোটি রুপি।

শুধু ভারতেই নয়। সঞ্জুর এই জাদুকরী আবহ বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। বিশ্বব্যাপী সঞ্জুর বক্স অফিসে জমা পড়েছে ৫০০ কোটি। ‘সঞ্জু’র প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হওয়ায় প্রথম রবিবারেই আয় হয় ৪৬ কোটি রুপি, যা বাহুবলি-২ এর রেকর্ড ভেঙে দেয়।

‘সঞ্জু’র একটি দৃশ্যে পরেশ রাওয়াল ও রনবীর কাপুর

সঞ্জু’তে রনবীর কাপুর অভিনয় করেছেন অনবদ্য। শুধু শরীরি ভাষা নয়, অভ্যন্তরীণ সংশয়কেও ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন অভিনেতা। সঞ্জয় দত্তের পিতা সুনীল দত্তের ভূমিকায় দেখা গেছে পরেশ রাওয়ালকে। অভিনয়ে তিনি কখনো কখনো পিছনে ফেলেছেন রনবীরকেও। নার্গিস দত্তের চরিত্রে মণীষা কৈরালাকে মনে হয়েছে সাবলীল। এসবই সম্ভব হয়েছে রাজকুমার হিরানির পরিচালনার দক্ষতায়।

তবে বলিউডের ‘ব্যাড বয়’কে সত্যনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে । অভিনয় যে যেমনই করুক দর্শকের দৃষ্টি ছিলো, কি ঘটেছিলো সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনে। যত দিন যাবে, এই বায়োপিকের বক্স অফিসে ততই বাড়বে রুপির পরিমাণ একথা এখন বলাই যায়। দেখার বিষয় কত রুপিতে গিয়ে থামবে?