ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশম

ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশম

কার দলে নাম লেখাবেন ফ্রেঞ্চ বস দিদিয়ের ক্লউদি দেশম? বিশ্বকাপ জিতে কোচ অধিনায়ক হিসেবে বেকেনবাওয়ের পাশে নাকি কাছে এসে হার মানা রুডি ফোলারের পাশে? ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ফ্রান্স দাঁড়িয়ে বিশ্বকাপ থেকে নিঃশ্বাস দূরত্বে। সেবার রোনালদোর পর্তুগালে স্বপ্নভঙ্গ হয়েছে ‘৯৮ এর বিশ্বসেরাদের।

ইউরোর পর নবোদ্যমে পথচলা শুরু হয় ফ্রান্সের। বুড়োদের ছেঁটে একেবারে তারুণ্যনির্ভর এক দল নিয়ে বিশ্বমঞ্চে আসে তারা। কোচ দেশম সমালোচিত হলেও আস্থা রেখেছেন তারুণ্যে। তৃতীয়বারের মত দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলে আস্থার চমৎকার প্রতিদান দিয়েছে গ্রিজ্জি পগবা এমবাপ্পেরা। তাতে কোচের সামনে সুযোগ এসেছে ইতিহাসে নাম লেখানোর! ১৯৯৮ সালে একমাত্র বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অধিনায়ক দেশম অপেক্ষায় কোচ-খেলোয়াড় হিসেবে মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে সোনালি স্মারক চুমু দিতে।

মারিও জাগালো। ১৯৫৮-র বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের লেফট উইঙ্গার। জাগালো দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বাদ পান ১৯৭০ এ, ব্রাজিলের কোচের ভূমিকায়! ১৯৭৪ বিশ্বকাপে হল্যান্ডের টোটাল ফুটবলের সমাধি তৈরি করেন পূর্ব জার্মানি। ‘ডার কায়জার’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জার্মানরা। তাঁর নেতৃত্বগুণেই ‘৯০ এর শিরোপাও ঘরে তোলে দ্য ডাই ম্যানশ্যাফটস, তবে এবার ডাগআউট থেকে দলকে পরিচালনা করেন তিনি। ১৯৯০ এর বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য রুডি ফোলার। ২০০২ এর এশিয়ায় বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙ্গে জার্মানির। সেই দলের কোচের নাম ছিল রুডি ফোলার! এবার দেশমের পালা। ‘৯৮ এর দলের ডিফেন্সিভ মিডফিল্ডার দেশম কাল কোচ হিসেবে দাঁড়াবেন ফাইনালের ডাগআউটে। ক্রোয়েশিয়াকে হারাতে কোচ-খেলোয়াড় হিসেবে তৃতীয়, অধিনায়ক-কোচ রূপে দ্বিতীয় ব্যক্তি হিসেবে নাম লেখাবেন ইতিহাসের পাতায়। আর না পারলে নিঃসঙ্গ ফোলার পেয়ে যাবে অভাগা আরেক সঙ্গীকে।