রোহিতের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

রোহিতের সেঞ্চুরিতে ভারতের সহজ জয়

রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ওয়ান ডে তে ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারালো ভারত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে ভর করে বেশ ভালোই এগোচ্ছিল ইংল্যান্ড।

দলীয় ৭৩ এবং নিজের ব্যক্তিগত ৩৮ রানে কুলদীপের বলে ফিরে যান জেসন রয়। কুলদীপে দিশেহারা ইংল্যান্ড দ্রুতই হারিয়ে ফেলে চার উইকেট। এরপর বাটলার এবং স্টোকসের ৯৩ রানের জুটি ইংল্যান্ড কে ম্যাচে ফেরালেও বাকিদের ব্যার্থতায় তা কাজে আসেনি। স্টোকস ৫০ এবং বাটলার ৫৩ করে কুলদীপের বলে ফিরে যান। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন কুলদীপ।

অল আউট হওয়ার আগে ইংল্যান্ড করে ২৬৮ রান। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি এবং ভিরাট কোহলির হাফ সেঞ্চুরির ওপর ভর করে প্রায় দশ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি ৭৫ করে ফিরে গেলেও ১৩৭ রানে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন রোহিত।

ম্যাচসেরা : কুলদীপ যাদব (ভারত)

স্কোর : ইংল্যান্ড ২৬৮/১০ ( বাটলার ৫৩, স্টোকস ৫০, কুলদীপ ২৬/৬) ভারত ২৬৯/২ ( রোহিত ১৩৭*, কোহলি ৭৫)