অবশেষে প্রত্যাশিত স্বদেশ-প্রত্যাবর্তন করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার কন্যা মরিয়ম নওয়াজ। দুর্নীতির অভিযোগে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বিমানবন্দরেই গ্রেফতার করা হলো তাদের।
নওয়াজ শরীফ ও তার মেয়েকে নিয়ে আসা ফ্লাইটটি ৮:৪৫ মিনিটের দিকে লাহোহের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের সাথে সাথে নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল বিমানে প্রবেশ করে এবং তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে। রাত ৯:১৫ মিনিটের দিকে গ্রেফতার অবস্থায় নওয়াজ শরীফ ও মরিয়ম নওয়াজকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা হয় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।
Sherrrrrrrrr pic.twitter.com/XOzYtEBkt5
— Faisal Ranjha (@ranjha001) July 13, 2018
তাদের আদিয়ালা কারাগার বা অ্যটোক কারাগারে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নওয়াজ শরীফের দেশে ফেরাকে উপলক্ষ্য করে লাহোরে বিশাল পদযাত্রা করে তার সমর্থকেরা। তাকে গ্রেফতার করা হবে এটা জেনেই তারা প্রতিবাদে রাস্তায় নামে।
উল্লেখ্য, লন্ডনে চারটি বিলাসবহুল ফ্লাট ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় নওয়াজ শরীফ ও তার মেয়ের যথাক্রমে ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। স্ত্রীর অসুস্থতার জন্য লন্ডন গেলেও কারাগারকে ভয় না পেয়ে দেশে ফেরার ঘোষণা দেন নওয়াজ শরীফ। এবং আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী পাকিস্তানের রাজনীতিতেও নিষিদ্ধ রয়েছেন।