মরুর দেশ কাতারে অনুষ্ঠিত হবে ২০২২ এর ফুটবল বিশ্বকাপ। সাধারণত যেই সময়কালে বিশ্বকাপের খেলাগুলি হয় সেই জুন-জুলাইতে তীব্র গরম থাকায় আগেই ইঙ্গিত দেয়া হয়েছিল সময়ের পরিবর্তনের। আজ তা জানানো হল। ফিফার গভর্নিং বডির সভায় সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন, নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ১৮ পর্যন্ত মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাবিংশতম আসর। সবচেয়ে মজার এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, ১৮ই ডিসেম্বর কাতারের জাতীয় দিবস।
