অপ্রিয় সত্য থেকে শিক্ষার্থীদেরকে দূরে রাখবে বইয়ের ‘ট্রিগার ওয়ার্নিং’!

অপ্রিয় সত্য থেকে শিক্ষার্থীদেরকে দূরে রাখবে বইয়ের ‘ট্রিগার ওয়ার্নিং’!

সাহিত্য সকল শ্রেণীর মানুষের জন্যে রচনা করা হয়ে থাকলেও সবাই সব ধরণের আচরণ বা লেখা হজম করতে পারেন না। তেমনি একটা ঘটনা ঘটেছিল যুক্তরাজ্যে যখন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মাইকেল ফুবার্টের ধ্রুপদী বই ‘মাদাম বভারি’র সমালোচনা করে। উল্লেখ্য, ছাত্রটির মতে– ‘বইটি আমি আমার পছন্দ হয়নি কারণ মাদাম বভারি মা হিসেবে খুবই খারাপ’। এমন পরিস্থিতির যেমন যৌক্তিতা রয়েছে তেমনি যারা সত্য প্রকাশের মাধ্যম হিসেবে লেখালেখিকে বেছে নেন তাদের বক্তব্য হচ্ছে এই ট্রিগার ওয়ার্নিংয়ের কারণে শিক্ষার্থীরা সত্যের মুখোমুখি হওয়া থেকে বঞ্চিত হবে। ‘ট্রিগার ওয়ার্নিং’ বলতে বোঝানো হয় কোন লেকচার বা বইয়ের আগে সতর্কবার্তা দিয়ে রাখা, যেন শিক্ষার্থীরা আগে থেকেই বুঝতে পারে কি নিয়ে লেকচার দেয়া হবে।

২০১৬ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে শেক্সপিয়ারের ‘টাইটাস এনড্রোনিকাস’ পড়ানোর আগে এর সহিংসতা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সতর্ক করে দেয়া হয়। কারণ সন্দেহাতীত ভাবেই নাটকটি শেক্সপিয়ারের সবচেয়ে সহিংস রচনা, যেখানে ধর্ষণ, খুন, ক্যানিবালিজম ইত্যাদির উল্লেখ রয়েছে। শুধু ক্যমব্রিজ না, গত দুই বছরে ব্রিটেনের কয়েকটি বিশ্ববিদ্যালয় ‘ট্রিগার ওয়ার্নিং’ নামক একটা নতুন নিয়মের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। ট্রিগার ওয়ার্নিং এখনো জনপ্রিয়তা না পেলেও অনেক আলোচিত এবং সমালোচিত হয়েছে। ক্যামব্রিজ শেক্সপিয়ার ফেস্টিভালের আর্টিস্টিক ডিরেক্টর ডেভিড ক্রিলি টেলিগ্রাফকে বলেন, “টাইটাস এনড্রোনিকাসের সহিংসতার কথা ছাত্র-ছাত্রীরা আগে থেকে না জানলে তাদের এই কোর্সে থাকা উচি না।”

বুকার পুরষ্কার বিজয়ী সাহিত্যিক জুলিয়ান বার্নস সাহিত্যের বইয়ের শুরুতেও এমন সতর্কবার্তা জুড়ে দেয়ার কথা বলেছেন। বুকার প্রাইজের পঞ্চাশ বছরপুর্তি অনুষ্ঠানে রয়্যাল ফেস্টিভ হলে তিনি হাস্যচ্ছলে বলেন, ‘আমি প্রায়ই দেখি সাহিত্যের বাইরেও আমাদের বিভিন্ন লেখা পরীক্ষায় প্রশ্ন আকারে আসে এবং প্রশ্নে ট্রিগার ওয়ার্নিং দেয়ার প্রচলন শুরু হয়েছে। এখন টাইটাস এনড্রোনিকাস পড়ার আগেই শিক্ষার্থীরা জানতে চায় এখানে কি কি সহিংসতামূলক খারাপ কাজ হয়েছে। আমার মনে হয় আমাদের সাহিত্যের সব বড় বড় কাজে এখন থেকেই এই সতর্কবার্তা দিয়ে দেয়া উচিৎ।

তিনি উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের এক ছাত্র কর্তৃক মাদাম বোভারিকে খারাপ মা আখ্যায়িত করার কথা বলেন। এই লেখক মনে বলেন, কুৎসিত কিন্ত সত্য এমন ঘটনা পড়ে মানসিক চাপ থেকে রক্ষার ক্ষেত্রে ‘ট্রিগার ওয়ার্নিং’ বা সতর্কবার্তার প্রচলনটি ওইসব ছাত্রদের জন্য বেশ উপাদেয় যারা সত্যের মুখোমুখি হতে চায় না।

জুলিয়ান বার্নস ১৯৮৪, ১৯৯৮ এবং ২০০৫ সালে মোট ৩ বার বুকার পুরষ্কারের জন্য মনোনীত হলেও জেতার জন্য তাকে ২০১১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ২০১১ সালে ‘দ্য সিন অফ এন এন্ডিং’ বইয়ের জন্যে তিনি বুকার পুরষ্কারে ভূষিত হন।