গল্পটা শেষ! এবার আর ‘যাহা রটে কিছু কিছু বটে’ নয়, পুরোটাই ঘটে গেছে। শ্বেতশুভ্র জার্সি চাপিয়ে রক্ত লাল চোখে আর মাঠ দাপাবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ থেকে তিনি য়্যুভেন্তাসের। ১১৭ মিলিয়ন ইউরোয় চার মৌসুমের চুক্তিতে ইতালিতে পাড়ি জমালেন তিনি। রেখে গেলেন মাদ্রিদে কাটানো ন’টি মৌসুম, সাড়ে চারশো গোল, দুটো লা লিগা, চারটে চ্যাম্পিয়ন্স লিগ আর ক্ষতবিক্ষত ভক্তদের হৃদয়। তুরিনের বুড়িরা বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো বেতন দিবে তাকে, মাদ্রিদে পেতেন ২১ মিলিয়ন।
কয়েকদিন ধরেই বাতাসে ভাসছিল গুঞ্জন। আনুষ্ঠানিক ঘোষণা আসাটা ছিল কেবল সময়ের অপেক্ষা। আজ যখন ছুটি কাটাতে গ্রীসে থাকা রোনালদোর সঙ্গে দেখা করতে সেখানে উড়ে যান য়্যুভেন্তাসের প্রেসিডেন্ট আন্দ্রেয়া অ্যাগনেল্লি, তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সবকিছু। ঘন্টাখানেক রিয়াল মাদ্রিদ অফিশিয়ালি জানিয়ে দেয় সিআরসেভেনের সিরি আ যাবার খবর।
লিসবন থেকে ম্যানচেস্টার, ম্যানচেস্টার থেকে মাদ্রিদ। যেখানে গেছেন সাফল্য অনুসরণ করেছে পর্তুগিজ যুবরাজের পদাঙ্ক। মাদ্রিদেও ছুটির ঘন্টা বেজেই গেল তার। এবার তুরিন মাতানোর পালা। ওয়েলকাম টু য়্যুভেন্তাস, ক্রিশ্চিয়ানো।