বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী বলে মন্তব্য করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় পাশে থাকার ঘোষণাও দিয়েছে তারা।
সোমবার দূতাবাসের ফেসবুক পাতায় দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত কান্ডারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে নৃশংস হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী।
যারা বাক-স্বাধীনতা, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদসহ মৌলিক গণতান্ত্রিক অধিকারের চর্চা করে মার্কিন সরকার তাদের পাশে আছে। ওই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, ‘পিসফুল প্রোটেস্ট বিডি’ অর্থাৎ এতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বাংলাদেশে চলমান সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভকে সমর্থন দেয়া হয়েছে।
The outrageous attack on peaceful demonstrations by university students, the future leaders of Bangladesh’s proud…
Posted by U.S. Embassy-Dhaka on Monday, July 9, 2018