তাজমহলে নিষিদ্ধ হলো বহিরাগতদের নামাজ আদায়

তাজমহলে নিষিদ্ধ হলো বহিরাগতদের নামাজ আদায়

পৃথিবীর সপ্তমাশ্চর্য তাজমহলের নাম পরিবর্তন করতে চাওয়াটা পুরনো ঘটনা। এবার তাজমহলে বহিরাগতদের নামাজ আদায় নিষেধ করলো ভারতীয় আদালত। আগ্রার বাসিন্দারা ছাড়া কেউই আর তাজমহলে নামাজ আদায় করতে পারবে না।

সোমবার তাজমহলের রক্ষণাবেক্ষণকে প্রধান্য দিয়ে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। আগ্রার বাইরের লোকজন তাজমহলে জুম্মার নামাজ পড়তে পারবেন এই চ্যালেঞ্জের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় জেলা প্রশাসক। সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি এবং অশোক ভূষণের বেঞ্চ জেলা প্রশাসকের নির্দেশকে বহাল রেখে বলেন, ‘বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল অন্যতম। এই স্মৃতিসৌধের বদলে মানুষ অন্য মসজিদে গিয়েও নামাজ পড়তে পারেন। যদি কোনও বহিরাগত জোর করে তাজমহলে ঢোকার চেষ্টা করেন তবে তা অবিলম্বে যেন জেলা প্রশাসককে জানানো হয়। এ ক্ষেত্রে আগ্রার প্রশাসনের নির্দেশই বহাল থাকবে।

এ বছরের ২৪ জানুয়ারি আগ্রার অতিরিক্ত জেলা প্রশাসক আগ্রার বাসিন্দা ছাড়া অন্যদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেন। তাজমহলের সুরক্ষার জন্যই এই নির্দেশিকা জারি করা করা হয়। জেলা প্রশাসকের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাজমহল মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জৈদী। তিনি জানান, সারা বছর ধরে পর্যটকরা তাজমহলে যান। তাই অতিরিক্ত জেলা প্রশাসকের এ নির্দেশ বেআইনি ও বিধিবহির্ভূত। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, ‘প্রার্থনার জন্য তাদের কেন তাজমহলেই যেতে হবে? আরও অনেক মসজিদ আছে। সেখানে গিয়েও প্রার্থনা করা যেতে পারে।’

আগামী শুক্রবার জুমার দিন থেকেই শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা। এতে করে তাজমহলে পর্যটক সংখ্যা করে যেতে পারে বলে মনে করছেন ভারতীয় পর্যটন বিশেষজ্ঞরা।