চীনে মরিচ-গোসলের আজব প্রতিযোগিতা

চীনে মরিচ-গোসলের আজব প্রতিযোগিতা

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঝাল বেশি খাওয়ার কারণে নামডাক দীর্ঘ দিনের। তাদের দৈনন্দিন খাবারের সব আয়োজনেই মরিচের উপস্থিতি একটু বেশি। এবার তারা মরিচের প্রতি ভালবাসার প্রমাণ দিলেন এক ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। লাল মরিচের পানিতে গোসলের চ্যালেঞ্জ নিয়েছেন শঙ্গিং শহরের বাসিন্দারা।

বড় একটা বালতিতে পানি ভরে তাতে ইচ্ছেমতো ঢেলে দেওয়া হয়েছে চারটি জাতের টকটকে লাল মরিচ। এবার দিব্যি ওই বালতিতে নেমে পড়েছেন শত শত মানুষ। হাসিমুখে মরিচের যন্ত্রণা উপেক্ষা করে ছবি তুলেছেন নারীপুরষ থেকে শুরু করে কিশোর কিশোরীরা।

পাঁচ মিনিট মরিচ পানিতে থাকতে পারলে পুরষ্কার হিসেবে প্রত্যেককে দেয়া হয়েছে এক বোতল রেড ওয়াইন। পুরষ্কারের আশায় নয় সবাই এই অভিনব প্রতিযোগিতায় অংশ নিয়েছে মজা করার জন্যই।

একটি বিনোদন কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন সম্পাদিত হয়। বিনোদন কেন্দ্রের এক কর্মকর্তা বলছিলেন, বিনোদনের জন্য যারা পানিতে নামেন তাদেরকে একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা পেতে পারেন সেজন্যই এই আয়োজন।