শেষ ষোলোর আলোচিত পাঁচ

শেষ ষোলোর আলোচিত পাঁচ

এবারের বিশ্বকাপটা শুরুই হয়েছে নতুনত্ব আর চমকের ছোঁয়ায়। তবে সব চমক কিংবা নতুনত্ব যে ফুটবল ফ্যানদের আনন্দিত করেছে তা নয়। কিছু দৃশ্যে ফুটবল ভক্তরা হয়েছে অশ্রুসিক্ত। বাছাই পর্বেই চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির কোয়ালিফাই করতে না পারা, হল্যান্ড, চিলির মত দলেরও দর্শক ববনে যাওয়া। আইসল্যান্ড ও পানামার বিশ্বকাপ অভিষেকসহ অসংখঢ় ঘটনার মধ্য দিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের একবিংশতম আসর।উদ্বোধনী দিন থেকেই বিশ্ববাসীর তাক লাগানোর মত ঘটনার শুরু। শুরুতেই বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ দলের মধ্যে ফিফা র‍্যাংকিং এ সবার পিছনে থাকা স্বাগতিক রাশিয়ার সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়। জার্মানিকে স্তব্ধ করে ম্যাক্সিকোর অসাধারন বিজয়। ৮০ বছর পর জার্মানির গ্রুপ পর্ব বাঁধা পেরুতে না পারা, ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনা অসহায় আত্মসমর্পণ, শেষ সময়ের গোলে নাইজেরিয়াকে হারিয়ে আর্জেন্টিনার রাউন্ড সিক্সটিনে কোয়ালিফাই! চমক এবং রোমাঞ্চে ভরপুর ছিল পুরো গ্রুপ পর্ব। তারপর রাউন্ড অব সিক্সটিন। সেখানেও কম চমক ছিলে না। রাউন্ড অব সিক্সটিনের আলোচিত বিষয় গুলো নিয়েই আজকের টুকিটাকি…

• রাশিয়ার চমক অব্যাহত

কাগজে কলমে এ আসরের সবচেয়ে দূর্বল দল হিসেবে বিশ্বকাপ শুরুর করা রাশিয়া যেন স্বাগতিক হয়েও পুরো বিশ্বের কাছে অবহেলিত ছিল। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় ও দুই ম্যাচে ৮ গোল করে সবার নজর আসেন। ১৯৯০ এর আগে সোভিয়েত ইউনিয়নে থাকা অবস্থায় রাশিয়া ফুটবল দল তাদের শক্তিমত্তা দেখালেও সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পর বিশ্বকাপে কোয়ালিফাই করতেই হিমশিম খাচ্ছিল লেভ ইয়াসিনের দেশ। আর এবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া রাশিয়া কোন তারকা ফুটবলার ছাড়াই রাউন্ড অব সিক্সটিনে ওঠে। আর তাতেই রচিত হয় অঘটনের এক অধ্যায়। হট ফেভারিট স্পেনকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করল রুশরা। রাশিয়ার স্বপ্ন ঘোড়া যেন বিদ্যুৎ বেগেই ছুটে চলছে।

• বড় দলগুলোর বিদায়

গ্রুপ পর্বে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিদায় নেয়া সকলকেই স্তম্ভিত করেছে। কিন্তু, রাউন্ড অব সিক্সটিন যে আরো ভয়ানক কিছু নিয়ে অপেক্ষা করছে তা কারোরই বোধগম্য ছিল না! একই রাতে দুই মহাতারকার আর্জেন্টিনা এবং পর্তুগালের বিদায়ে অর্ধেকটা কমে যায় বিশ্বকাপের রং, স্পেনের বিদায়ে যেন পরিণত হয় শ্মশানপুরীতে।

• জাপানে মুগ্ধ পুরো বিশ্ব

এবারের বিশ্বকাপে বেশ ভালোই শুরু করেছিলো এশিয়ার প্রতিনিধি দল জাপান। কোয়ালিফাই করেছিলো রাউন্ড সিক্সটিনেও। তবে তাদের ফুটবলের চাইতেও বেশি মুগ্ধ করেছে জাপানের খেলোয়াড় ও ফ্যানদের কর্মকাণ্ড। প্রতিটি ম্যাচ শেষে জাপানের ফ্যানরা পুরো স্টেডিয়ামের ময়লা নিজ হাতে পরিস্কার করে সকলের বুকে স্থান করে নেয়ার পাশাপাশি নিজের দেশ ও পুরো বিশ্বকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অসাধারণ একটি বার্তা দিয়েছে। এমনকি রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ২-৩ গোলের হৃদয়বিদারক পরাজয়ের পরও ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানের ফ্যানরা। শুধু তাই নয়, ম্যাচ শেষে জাপানের ফুটবলাররাও তাদের ড্রেসিং রুম পরিস্কার করে রাশিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট্ট চিরকুট রেখে গিয়েছেন।

তারা ফুটবল বিশ্বে জাপানকে শক্তিশালী দল হিসেবে জায়গা করে নিতে না পারলে ঠিকই তাদের ভদ্রতার ও অমায়িক ব্যবহারের মাধ্যমে জয় করে নিয়েছে কোটি ফুটবল ভক্তের হৃদয়।

• এক্সট্রা অর্ডিনারি ওচোয়া

মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া গড়েছেন বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেভ করার রেকর্ড!

আসরজুড়েই তিনি ছিলেন দুরন্ত। তার দূর্দান্ত ফর্ম দলকে সাহায্য করেছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে, তাও জার্মানদের বিরুদ্ধে! নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলে একাধিকবার গোলবঞ্চিত করেন নেইমার, হেসুস, কৌতিনহো, উইলিয়ানদের। গোটা ম্যাচেই বুক চিতিয়ে লড়েছেন। ৪ ম্যাচে ৩৮০ মিনিট খেলে ২৫ টি সেভ করেছেন ওচোয়া, সাথে ৩ টি ক্লিয়ারেন্স। এক আসরে কোন গোলরক্ষক এর এটিই সর্বোচ্চ সেইভ।

• ৮ ম্যাচের ৩টি পেনাল্টি শ্যুটআউট

বিশ্বকাপে সব সময় স্ট্রাইকারদের দিকে নজর থাকলেও এবারের বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে হিরো হচ্ছেন গোলকিপাররা। ইতিমধ্যে ৮ ম্যাচের ৩টি ম্যাচই গড়িয়েছে পেনাল্টি শ্যুটআউটে। যেখানে গোলকিপারদের দূর্দান্ত সেভ দলকে নিয়ে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। এছাড়াও জাপান-বেলজিয়ামের ম্যাচে জাপানের গোলকিপার এবং ব্রাজিল-মেক্সিকোর ম্যাচে মেক্সিকোর গোলকিপারের পারফর্মেন্স নজর কেড়েছে সবার।