• ফ্রান্স-উরুগুয়ে
কোয়ার্টার ফাইনালের পর্দা উঠছে আজ রাতে। রাট আটটায় শেষ আটে মঞ্চস্থ হবে ইউরোপিয়ান হেভিওয়েট ফ্রান্স বনাম লাতিন জায়ান্ট উরুগুয়ে। বিশ্বকাপে দুই দলের দৌঁড়টা এখন পর্যন্ত সঠিক দিশাতেই। আজ হোঁচট খাবে একদল। তার আগে দৃঢ়প্রত্যয়ী সবাই। নিঝনি নভোগোরাদ স্টেডিয়ামে মাঠে নামার আগে ফরাসিদের পক্ষ নিচ্ছে পরিসংখ্যান। ১৯৭৮ এর পর মুখোমুখি দেখায় লাতিন দলগুলোর বিপক্ষে ৯ দেখায় ৫ জয় এবং ৪ ড্র নিয়ে অপরাজিত তারা। লা ব্লুদের আত্নবিশ্বাসের বড় জ্বালানি হয়ে আছে আর্জেন্টিনার বিরুদ্ধে পাওয়া রুদ্ধশ্বাস জয়। আর পর্তুগালকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের আগে ফরাসি কোচ দিদিয়ের দেশম পূর্ণ একাদশ পেলেও লা সেলেস্তে বস অস্কার তাবারেজের চিন্তার নাম কাভানি। জোড়া গোল দিয়ে পর্তুগিজদের একাই বিদায় করে দেওয়া ম্যাচে ৭০ মিনিটে পায়ের ব্যথায় মাঠ ছাড়েন তিনি। আজ হয়ত একাদশে থাকবেন না কাভানি, তার পরিবর্তে সুয়ারেজের সঙ্গে শুরু করতে পারেন স্টুয়ানি।
লড়াইয়ের ভেতর লড়াই হবে অনেক। গ্রিজম্যান কি পারবেন ক্লাব সতীর্থ গডিনকে ফাঁকি দিয়ে উরুগুয়ে রক্ষণে হানা দিতে? নাকি চার ম্যাচে মাত্র একবার জালে বল ঢুকতে দেয়া উরুগুয়ে অধিনায়ক আজও প্রাচীর তুলবেন? পিসজিতে দুজন মিলে বিপক্ষকে ধ্বংস করা এমবাপ্পে-কাভানির মধ্যে কে আজ হিরো হবেন? বিশ্বকাপে এর আগে কখনোই টানা পাঁচ ম্যাচ জেতেনি উরুগুয়ে। আজ কোচ হিসেবে বিশ্বকাপে ২০তম বারের মত ডাগআউটে দাঁড়াবেন ৭১ বছর বয়সী তাবারেজ, যা কি না চতুর্থ সর্বোচ্চ। রাঙাতে পারবেন এমন উপলক্ষ্য? নাকি তারুণ্যের ডানায় ভর করে ‘৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি দলপতি দিদিয়ের দেশম কোচের ভূমিকায় বিশ্বকাপ জয়ের আরো কাছে পৌঁছুবেন?
সব উত্তর সময়ের হাতে, নিঝনি নভোগোরাদ স্টেডিয়ামে রাত আটটায় ম্যাচ শুরুর আগে বলা যাচ্ছে না কিছুই।
সম্ভাব্য একাদশ…
উরুগুয়ে : ফার্নান্দো মুসলেরা, মার্টিন ক্যাসেরেস, দিয়াগো গডিন, হোসে গিমেনেজ, দিয়াগো লাশাল্ট, নাহিতান নান্দেজ, ম্যাতিয়াস ভেচিনো, লুকাস তোরেইরা, রদ্রিগো বেনটাঞ্চার, লুইস সুয়ারেজ, ক্রিশ্টিয়ান স্টুয়ানি
ফ্রান্স : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারান, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, এঙ্গোলো কান্তে, পল লিবিলে পগবা, কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনি গ্রিজম্যান, করেন্টিন তোলিসো, অলিভিয়ের জিরুদ
*******
• ব্রাজিল-বেলজিয়াম
এখান থেকে বিশ্বকাপ ট্রফিটা খুব কাছে, বাড়ির পথও বেশি দূরের নয়। ম্যাচ শেষেই ঠিক হবে গন্তব্য। বেলজিয়ামের সোনালি প্রজন্মের জয়যাত্রায় যতিচিহ্ন বসাতে প্রস্তুত হেক্সার মিশনে নামা ব্রাজিল। এর আগে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবার। রোনালদো, রিভালদোর গোলে ২০০২ সালের ওই ম্যাচে সেলেসাওরা জেতে ২-০ গোলে। সেবারই শেষ বিশ্বকাপ জিতেছিল জোগো বোনিতোর শিল্পীরা।
রাউন্ড অব সিক্সটিনে দাপুটে জয়েই কোয়ার্টারে ব্রাজিল। জাপানের বিপক্ষে শেষ মূহুর্তে গোল করে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। ইউরোপিয়ান রেড ডেভিলদের বড় শক্তি টিম ব্যালেন্স। ডিফেন্স থেকে মিড, মিড থেকে আক্রমণভাগ; কোথাও কমতি নেই। ৪ গোল করা রোমেলু লুকাকু আছেন বিধ্বংসী ফর্মে। মিডফিল্ডে ডি ব্রুইনি, হ্যাজার্ডরা দারুণ শক্তিশালী। ম্যাচের অন্য দলটি ব্রাজিল। সব সেক্টরেই যাদের সেরাদের অবস্থান। কেবল প্রথম ম্যাচেই গোল খেয়েছে তিতের শিষ্যরা। মেক্সিকো ম্যাচের মতো এদিনও যদি রক্ষণে দেয়াল তুলে বসে সিলভা, লুইজ, মিরান্ডা তাহলে ডেডলক ভাঙা সহজ হবে না বেলজিয়ামের। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২ গোল করা বেলজিয়ামের আক্রমণ রুখতে সিলভাদের দিতে হবে সেরাটাই।
বেলজিয়াম বস রবার্তো মার্তিনেজের দলে কোন ইঞ্জুরি সমস্যা নেই। জাপান ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা ফেলাইনিকে আজ শুরুর একাদশে রাখতে পারেন কোচ। ব্রাজিলের জন্য বড় দুঃশ্চিন্তার কারণ মধ্যমাঠে ক্যাসেমিরোর অনুপস্থিতি। কার্ডজনিত সমস্যায় আজ খেলতে পারবেন না এই তারকা। তার জায়গায় খেলবেন ফার্নান্দিনহো। তবে তিতের জন্য স্বস্তির খবর, মার্সেলো সুস্থ হয়েছেন। আজ খেলবেন তিনি। নেইমারও ফিরেছেন ছন্দে। সঙ্গে কৌতিনহো, উইলিয়ান, হেসুসরা তো আছেনই। কে না জানে, সাম্বার তালে তালে জোগো বোনিতোর ঝংকার উঠলে সব তছনছ করে দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা!
কাজান অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত ১২ টায়।
সম্ভাব্য একাদশ…
ব্রাজিল : অ্যালিসন বেকার, ফ্যাগনার, সিলভা, মিরান্ডা, মার্সেলো, ফার্নান্দিনহো, পাউলিনহো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল হেসুস, কৌতিনহো।
বেলজিয়াম : থিবো কর্তোয়া, ভারটংহেন, ভিনসেন্ট কম্পানি, অল্ডারওয়াইল্ড, অ্যাক্সেল উইটসেল, ডি ব্রুইনি, নাসের চাদলি, মুনিয়ের, ফেলাইনি, হ্যাজার্ড, লুকাকু।