ঘর সাজাতে ইনডোর প্লান্ট

ঘর সাজাতে ইনডোর প্লান্ট

নাগরিক ঢাকার জীবন ক্রমাগত যেন সবুজ সজীবতাবিহীন হয়ে পড়ছে। আধুনিকতার ছোয়ায় গৃহবন্দি হতে থাকা মানুষের জীবনযাপনে তাই ‘ইনডোর প্লান্ট’ নতুন এক সংযোজন। সবুজের ছোয়া নিয়ে ঘর সাজাতে এর জুড়ি নেই। ড্রইং রুম কি ডাইনিং কি বেড রুম যে কোন কক্ষের সৌন্দর্য বাড়াতে সক্ষম এই ইনডোর প্লান্ট। এখানে জবানের পাঠকদের জন্য কয়েকটি জনপ্রিয় ইনডোর প্লান্টের পরিচিতি তুলে ধরা হলো।

জিজি প্লান্ট

জিজি

ঘর সাজাতে প্রথম পছন্দ হতে পারে একটি জিজি প্লান্ট। এর গাঢ় সবুজ পাতা একটু হলেও আপনাকে প্রশান্তি দেবে। অযত্নে ও প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠার ক্ষমতা রয়েছে এই গাছটির। এমনকি এই ইনডোর প্লান্টটির পানির প্রয়োজনও হয় খুব কম। বাঁচতে পারে খুব অল্প আলোতেই। সুতরাং বুঝতেই পারছেন। গৃহসজ্জায় ‘জিজি প্লান্ট’ কেন প্রথম পছন্দ। ঘরের বাতাস দূষণমুক্ত রাখাসহ অ্যালার্জির প্রভাবমুক্ত রাখার মতো ঔষধি গুণ রয়েছে গাছটির।

জাদি প্লান্ট

জাদি

জাদি প্লান্টকে বলা হয় বন্ধুত্ব ও সৌভাগ্যের প্রতীক। জনপ্রিয় এই গাছটিকে টাকার গাছও বলা হয়। এর পাতাগুলো দেখতে অনেক সুন্দর। জাদি’র ছোট ছোট সাদা ও গোলাপি ফুল রয়েছে যা গাছটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এই গাছেও বেশি পানি দেয়ার প্রয়োজন পড়ে না। মাটি শুকিয়ে গেলেই শুধু পানির প্রয়োজন হয়। বারান্দায় বা জানালার পাশে রাখাটা জাদি প্লান্টের জন্য উপযুক্ত স্থান।

এরিকা পাম

এরিকা পাম

দীর্ঘজীবী এরিকা পাম বেঁচে থাকে যত্ন ছাড়াই। গাছ বড় হলে টব বদল আর পাতা ছেঁটে দেয়াই যা। এরিকা পামের স্নিগ্ধ সবুজ পাতা ম্লান করবে আপনার ক্লান্তিকে। সপ্তাহে এক-দু’দিন রোদে দিলেই যথেষ্ট। বাকি ছ’দিন ঘরেই রাখা যায়। এরিকা পাম গ্রীষ্মকালে অধিক বড় হয়। তাই এসময় বৃদ্ধি তরান্বিত করতে জৈব সার ব্যবহার করতে পারেন। বাতাস দূষণমুক্ত ও নির্মল রাখতে সহায়তা করে এরিকা পাম।

ফিকাস ইলাস্টিকা

ফিকাস ইলাস্টিকা

ঘরে সৌন্দর্য বৃদ্ধিতে আপনি বাছাই করতে পারেন ফিকাস ইলাস্টিকা বা রাবার গাছ। ঘরের বাতাস দ্রুত এবং ভালোভাবে পরিষ্কার করতে পারে এই গাছ। বাতাসের টক্সিন শুষে নেয়ার ক্ষমতা রয়েছে এদের। এই গাছটি ২ থেকে ৫ ফুট লম্বা হয়ে থাকে। ফিকাস’র বৃদ্ধির জন্যও জলের প্রয়োজন হয় না। তবে ঘরে ছোঠ বাচ্চা থাকলে এই গাছটি না রাখাই ভালো। কেননা, এর পাতা বিষক্রিয়া ঘটাতে পারে।

পিস লিলি

পিস লিলি

ড্রইং রুমের টি-টেবিলে পাশে রাখার আদর্শ ইনডোর প্লান্টের নাম ‘পিস লিলি’। সাপের ফনার মতো আকৃতির সাদা রঙের দৃষ্টিনন্দন ফুল রয়েছে এর। কম তাপমাত্রা ও ছায়ায় বেঁচে থাকতে পারে বলে ঘরের যে কোন স্থানেই এটি মানানসই। ঘরে ভিতর বাতাসের বিষাক্ত পদার্থ কমিয়ে দিতে সাহায্য কনে এটি। মাটি শুকিয়ে গাছ নুয়ে না পড়া পর্যন্ত পিস লিলিতে পানি দেয়ার প্রয়োজন পড়ে না। অতিরিক্ত পানি দিলে গোড়া পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে।