নিরাপদ ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে আজ বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও সুফিয়া কামাল হলের ছাত্রীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শামসুন্নাহার হল থেকে শুরু হয়ে মিছিলটি অপারাজেয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার, রেজিস্টার বিল্ডিংসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে টি.এস.সিতে এসে শেষ হয়।
‘এসো ভাই, এসো বোন – গড়ে তুলি আন্দোলন’, ‘শিক্ষা-সন্ত্রাস – একসাথে চলে না’, ‘বোনের গায়ে হাত কেন – প্রশাসন, জবাব চাই’-মিছিল চলাকালে এসব স্লোগান দেন ছাত্রীরা। মিছিলরত এক ছাত্রী বলেন, ‘আমরা মশিউরকে ক্লাসে দেখতে চাই, নুরু ভাইকে পরীক্ষার হলে দেখতে চাই; গ্রেফতারকৃত ভাইদের অবিলম্বে মুক্তি চাই’।
পাল্টা স্লোগন দিয়েছে ছাত্রলীগও, তারা ‘অবৈধ আন্দোলন, মানি না মানব না’, ‘পড়ালেখা করব, পরীক্ষা দেব’ ইত্যাদি স্লোগান দেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশও করে।
প্রসঙ্গত, গত ৩০ জুন কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানকে অজ্ঞাতনামা কয়েকজন জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাছাড়া, গত শনিবার ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও আশপাশের এলাকায় কোটা সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতাকে মারধর করা হয়। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে কোটা আন্দোলনের সমর্থকদের ওপর হামলা করা হয়। ছাত্রলীগই এসব ঘটনার জন্য দায়ী বলে দাবি করেন ছাত্রীরা। আন্দোলনরত ছাত্রীরা এসব ঘটনার প্রতিবাদে মূলত আজকে মানবন্ধন ও মিছিল করেছেন।