কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, আজও আইন অনুষদের কোন শিক্ষার্থী ক্লাস করতে আসেনি। গত সোমবার থেকে তারা ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছে।
এ বিষয়ে অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর হোসাইন নয়ন দি জবানকে বলেন, “আমরা যারা আইন অনুষদে আছি তারা প্রথম থেকেই এই ন্যায্য আন্দোলনের সাথে ছিলাম। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেও নিয়েছিলাম। কিন্তু বিগত কিছুদিন যাবত ছাত্রদের উপর যে অন্যায় হামলা হয়েছে তার প্রতিবাদে ক্লাস বর্জন করেছি। ন্যায্য বিচার না হলে আমরা সামনের পরীক্ষাও বর্জন করবো”।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের বিভাগের সামনেই শহীদ মিনার অবস্থিত, এখানেই আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল ছাত্রলীগ, ফলে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এমতবস্থায় আমাদের পক্ষে ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব নয়”।
অন্যদিকে, ঢাবির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হকের উপরে পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়া কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট।