ইরফান খানের পর এবার ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

ইরফান খানের পর এবার ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে

ইরফান খানের পর এবার ক্যান্সারে আক্রান্ত হলেন ‘জো হাল এ দিলকা’ খ্যাত নায়িকা সোনালি বেন্দ্রে। ‘সারফারোশ’ চলচ্চিত্রের এই বলিউড তারকা হাইগ্রেড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য পরিবারের সাথে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ৪৩ বছর বয়েসি সোনালি বেন্দ্রে আজ বুধবার তার টুইটার অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করেছেন।

সোনালি বেন্দ্রে তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, “যখনই খারাপ কিছু আশা করবে না, তখনই জীবন ঠিক বাঁকা পথে নিয়ে যাবে।” সুতরাং এটা নিশ্চিত যে, এই অপ্রত্যাশিত খবরে তিনি ভেঙে পড়েছেন। টুইট বার্তায় তিনি আরও জানিয়েছেন, এই অসুখ শরীরে ছড়িয়ে পড়লেও এত দিন তা টেরই পাননি। সম্প্রতি শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিতও ছিলেন। যার জন্য কিছু টেস্ট করাতে হয় তাকে। আর তাতেই ধরা পড়ে এই দূরারোগ্য ব্যাধি।

ভেঙে পড়লেও পরিবার ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের অনুপ্রেরণায় চিকিৎসায় আস্থা রাখছেন সোনালি ব্রেন্দ্রে। জীবনের এই নতুন যুদ্ধে সবার কাছ থেকেই জোগাড় করছেন লড়াইয়ের রসদ।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে তাকে বিচারকের ভূমিকায় দেখা যায়। শারীরিক অসুস্থতার জন্য তিনি অব্যহতিও নিয়েছিলেন সেখান থেকে। ১৯৯৪ সালে ‘আগ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর। তার অসুস্থতায় হতাশ হয়ে পড়েছেন তার ভক্তরাও।

তার এই অসুস্থতার জন্য দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। করণ জোহর, মনীষ মালহোত্রা, অর্জুন কাপুর, সোনম কাপুরসহ অনেকেই তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে দুঃখ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।