পুলিশের দখলে প্রেসক্লাব; দাঁড়াতে পারছেন না অভিভাবকরা

পুলিশের দখলে প্রেসক্লাব; দাঁড়াতে পারছেন না অভিভাবকরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকদের সমাবেশ করতে দিচ্ছে না পুলিশ। মঙ্গলবার বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে দাাঁড়াতে দেয়া হচ্ছে না।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের জায়গাটিতে সারিবদ্ধভাবে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফেসবুক ইভেন্টের মাধ্যমে গতকাল সোমবার এই অভিভাবক ও নাগরিক সমাবেশের আহ্বান করা হয়। আয়োজকদের মধ্যে রয়েছেন আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ম. ইনামুল হক, রাখাল রাহা, অপরাজিতা সঙ্গীতা, বাকি বিল্লাহ ও জাকিয়া শিশির।

সমাবেশস্থল থেকে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বাকি বিল্লাহর মুক্তির দাবিতে স্বেচ্ছা গ্রেফতারের সিদ্ধান্ত নেন। তবে অধ্যাপক ফাহমিদুল হককে প্রিজনভ্যান থেকে নামিয়ে দিয়ে বাকি বিল্লাহকে নিয়ে যায় পুলিশ।

এছাড়াও বাকি বিল্লাহকে ছাড়াতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ স্বেচ্ছায় পুলিশ ভ্যানে উঠে পড়েন। তিনি বলেন, আমার ছাত্রকে ধরে নিয়ে গেলে আমিও যাবো। আমার ছাত্রকে আমি একা ছেড়ে দিতে পারি না!

পরে গ্রেফতারকৃত দু’জনকেই থানায় নিয়ে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়।