কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুককে তুলে নিয়ে যাওয়ার ২৪ ঘন্টা পর গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ হামলা চালিয়ে ফারুককে তুলে নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মাসুদুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এসবির একটি মোটরসাইকেল পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ফারুককে।
অন্যদিকে আজ মঙ্গলবার ফারুকের বড় ভাই মো. আরিফুল ইসলাম শাহবাগ, রমনা ও নিউমার্কেট থানায় গিয়ে তার ভাইয়ের সন্ধান পাননি বলে জানিয়েছিলেন। শাহবাগ থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে, ফারুক হোসেন নামের কেউ সেখানে গ্রেপ্তার নেই।
গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ব্যানার নিয়ে দাঁড়ালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। সেসময় তাদের কিল, ঘুষি, লাথি মারে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান ছাত্রলীগের দুইজন কর্মী। তবে আল আমিন নামের ছাত্রলীগের এক কর্মী দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন, তিনি মোটর সাইকেলে করে ফারুককে শাহবাগ থানায় দিয়ে এসেছেন।