ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস গড়ে উঠছে। আমাদের চেনা জগতের বাইরে অনলাইন জগতেও প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন ঘটছে। এই পরিবর্তন দিনকে দিন মানুষের জীবনকে আরও সহজ করে দিচ্ছে। এসব পরিবর্তনের খবর ঠিক মতো জানতে না পারার কারণে আমরা সেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, ইন্টারনেটের ব্যবহারকারী হয়েও। এই লেখায় আমরা তেমনই কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত হবো যা থেকে আমরা আমাদের অনেক কিছু সহজে করতে ও দেখতে পারবো। চলুন এমন কিছু ওয়েবসাইট দেখে আসি–
যদি আপনার পুরনো দিনের প্রিয় সাদা কালো ছবিগুলো রঙিন করে নিতে পারতেন তাহলে কতই না ভাল হত। মেশিন ইনটেলিজেন্ট অ্যাপ ডেভেলপার্সের কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছেন এমন একটি ওয়েবসাইট যা দিয়ে আপনি সহজে যে কোন সাদাকালো ছবিকে রঙিন করে নিতে পারবেন। সাইটটি ২০১৬ সালে তৈরি করা হয়।
আপনার প্রিয় মানুষটি যদি বিমান ভ্রমণে থাকেন তবে তার বিমানটি সময় মত ছেড়েছে কিনা? সে কখন পৌঁছাবে? বিমানটি এখন কোথায় আছে? তা নিয়ে কতই না চিন্তিত থাকেন। আর এই সব জানতে পারবেন সহজেই এই সাইটটির মাধ্যমে। এমনকি একই সময়ে পৃথিবীর আকাশে কতটি বিমান আছে তাও জানতে পারবেন। আরও জানতে পারবেন পৃথিবীর কোথায় কোন এয়ারপোর্ট আছে? এই সাইটটি প্রতিদিন ১৫ লক্ষ মানুষ ব্যবহার করে থাকে। প্রায় ১২০টি দেশর মানুষ এতে প্রবেশ করে থাকেন। ফ্লাইট রাডার টুয়েন্টিফোর সাইটটি ২০০৬ সালে শুরু হয় এবং ২০০৯ সালে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ইন্টারনেট দুনিয়ার কত কিছুইনা পুরনো হয়ে যাচ্ছে। আর পুরনো জিনিসকে ধরে রাখতে তৈরি করা হয়েছে ডিজিটাল লাইব্রেরী। এর মাধ্যমে এখনকার জনপ্রিয় ওয়েবসাইটগুলো আগে কেমন ছিল, কতটা পরিবর্তন হয়েছে, প্রথম থেকে এই পর্যন্ত সাইটটির কী কী পরিবর্তন হয়েছে, এর সবই আপনি জানতে পারবেন। সাইটটি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে। এতে রয়েছে ৩৩৫ কোটি ওয়েব পেজ, এছাড়া ১ কোটি ১০ লক্ষ বই, ৪০ লক্ষ অডিও রেকর্ডিং,৩০ লক্ষ ভিডিও, ১০ লক্ষ ছবি। আর্কাইভ একটি অলাভজনক সাইট, ডিজিটাল লাইব্রেরি ইন্টারনেটের ইতিহাসে জিনিসপত্র রয়েছে প্রচুর। এটি অনেকটা পাঠাগারের মতো বা গণগ্রন্থাগারের মতো, যাতে সাধারণ মানুষ বিনামূল্যে প্রবেশ করতে পারে। নির্মাতাদের প্রধান লক্ষ্য হচ্ছে, সব ধরণের মানুষ যেন এখানে প্রবেশ করতে পারেন এবং সহজে জ্ঞান অর্জন করতে পারেন।
আমরা জানি, কম্পিউটারে নতুন অপারেটিং সিস্টেম সেটআপ দিলে সব সফটওয়্যার চলে যায়। আর এই সব সফটওয়্যার অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করে ইন্সটল করতে হয়। এতে অনেক সময়ের দরকার হয়। এই সমস্যা সমাধান করতে সাইটটি খুবই কার্যকর। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সব সফটওয়্যার পাবেন। সফটওয়্যারগুলো সিলেক্ট করে, গেট ইউর নিনিট ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। নিনিতে নির্মাণ করেছেন সানফ্রান্সিসকোর দুই বন্ধু, পাত্রিক সুইসকসিকি ও সাসছা কুযিন্স।এতে বিনিয়োগ করে বিখ্যাত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটর।
আমাদের অনেক সময় বিশেষ প্রয়োজনে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়, পরে এইগুলো ডিলিট করতে অনেক ঝামেলা পোয়াতে হয়। এই সমস্যার সমাধান সহজে করে দিবে এই সাইটটি। আপনি আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলেট করতে পারবেন নিমিশেই। সাইটটি আপনার গোপনীয়তা রক্ষা করবে। ২০১১ সালে তৈরি করা হয় এই সাইটটি।