পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কোটা সংস্কার আন্দোলনকারীরা মানববন্ধন করার সময় আন্দোলনের যুগ্ন-আহ্বায়ক ফারুক হোসেনকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ। এর আগে ছাত্রলীগ মানববন্ধনকারীদের ওপর হামলা করে মারধর করে। তাদের কিল, ঘুষি, লাথি মেরে ও পিটিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলছাত্রবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, মুহসীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানিসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।
সকাল ১০টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মানববন্ধন করছিলেন। এ সময় আন্দোলনকারীদের ওপর ১০ থেকে ১৫ জন হামলা চালান। তারা কিল, ঘুষি, লাথি মেরে ও পিটিয়ে মানববন্ধনকারীদের ছত্রভঙ্গ করে দেন।

বেলা ১১টা ৫ মিনিটের দিকে আবার ৮ থেকে ১০ জন আন্দোলনকারী ব্যানার নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়ান। এ সময় তাদের ওপরেও সাইফ বাবু, জয়নাল আবেদিন ও মেহেদি হাসান সানিকে হামলা চালাতে দেখা যায়।
পূর্বঘোষণা অনুযায়ী আজ ঢাকাসহ সারা দেশে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে বিক্ষোভ কর্মসূচি ছিল। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ওই ঘটনার প্রেক্ষিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে মানববন্ধন কর্মসূচি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হওয়ার কারণে গতকাল ঢাবিকে এই কর্মসূচির আওতার বাইরে রাখেন আন্দোলনকারীরা।