“ফেভারিট শব্দটিই উঠিয়ে দেয়া উচিত। যদি ভাবেন মেক্সিকোর সঙ্গে সহজ ম্যাচ সেটি ভুল। ওরা জার্মানিকে হারিয়েছে। ব্রাজিলকে নিয়ে উচ্চাশা সবার, তবে ছেলেরা বাস্তবতা মেনে পা মাটিতেই রাখছে।” ব্রাজিল কোচ তিতে’র এমন মন্তব্যেই স্পষ্ট হয়, আজ সামারা অ্যারেনায় ম্যাচটি মোটেই সহজ হবে না। মেক্সিকোর বিরুদ্ধে চার দেখায় ব্রাজিল অপরাজেয়। গেল বিশ্বকাপের গ্রুপ পর্বে গোলশূন্য ড্র হয়েছিল দু’দলের ম্যাচ। নেইমারের দারুণ এক হেডার ঠেকিয়ে আলোচনায় উঠে আসেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। আজও ‘এল ট্রাই’ মেক্সিকোর ভরসা হয়ে তেকাঠির নিচে দাঁড়াবেন তিনি। ম্যাচ নিয়ে কী বলছেন মেক্সিকো বস হুয়ান কার্লোস ওসোরিও? “ব্রাজিল আক্রমণাত্মক দল। তাদের আক্রমণভাগের সবাই সেরা। কৌতিনহো দারুণ ছন্দে আছে। এদের আটকাতে না পারলে বাড়ির টিকেট কাটতে হবে।”
ইঞ্জুরি সমস্যা আছে দুই দলেই। দানিলো, কস্তার পর মার্সেলোও ইঞ্জুরড। আজ মার্সেলোর পরিবর্তে শুরু থেকে খেলবেন ফিলিপ্পে লুইজ। মেক্সিকোও পাচ্ছে না রক্ষণসৈন্য হেক্টর মোরেনোকে। তার অবশ্য সমস্যা ইঞ্জুরি নয়, কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞা। এছাড়াও, ব্রাজিল এবং মেক্সিকো দুইদলের জন্যই রয়েছে দুর্বলতা। আগে থেকেই কার্ড খেয়ে আসায় আজ কোনমতে হলুদ কার্ড দেখলেই সম্ভাব্য শেষ আটে দর্শক হয়ে বসে থাকতে হবে ব্রাজিলের নেইমার, কৌতিনহো, ক্যাসেমিরোকে; মেক্সিকোর লায়ুন, হেক্টর হেরেরা এবং গুয়ার্দাদোকে। দেখেশুনেই তাই খেলতে হবে ওদের।
জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনের দেখানো পথ ধরে বাড়ি যাবে নাকি হেক্সার পানে আরেকটি সিঁড়ি ভাঙ্গবে সেলেসাওরা। মেক্সিকো পারবে ঘরের মাঠের ১৯৮৬ বিশ্বকাপের পর আবারো কোয়ার্টার ফাইনালে উঠতে। ক্ষণে ক্ষণে রং বদলানো রাশিয়ায় কোন কিছুই অসম্ভব নয়।
সম্ভাব্য একাদশ
ব্রাজিল : অ্যালিসন; ফ্যাগনার, মিরান্ডা, থিয়াগো সিলভা, ফিলিপ লুইজ; ক্যাসেমিরো, পাউলিনহো, উইলিয়ান; কৌতিনহো, নেইমার, গ্যাব্রিয়েল হেসুস।
মেক্সিকো : গিলের্মো ওচোয়া; আলভারেস, হুগো আয়ালা, স্যালসেদো, গালার্দো, রাফায়েল মার্কেজ, হেক্টর হেরেরা, গুয়ার্দাদো, কার্লোস ভেলা, হাভিয়ের হার্নান্দেজ, লোসানো।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।