গত সিজনে রোমা থেকে এসেই লিভারপুলের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন ফারাও ফুটবল সম্রাট মোহাম্মদ সালাহ। প্রথম সিজনে লিভারপুলের হয়ে ৪৪ ম্যাচে ৩২ গোল করে নজরে পড়েছেন বড় বড় ক্লাবকর্তাদের। তবে সবাইকে হতাশ করে লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের সাথে আবদ্ধ হয়েছেন ২০২৩ সাল পর্যন্ত লম্বা সময়ের চুক্তিতে। পাঁচ বছরের নতুন এই চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি।
এ সিজনে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন তিনি। মেসি রোনালদোর দ্বৈরথে তিনিও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হিসেবে আছেন এবার। সালাহ যোগ দেয়ার পর লিভারপুল এক দশক পর চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলেছে।
২৮ বছর পর দেশকে বিশ্বকাপে তুললেও মিসরের এই তারকা আলো ছড়াতে পারেননি সেভাবে, মিসরও বাদ পড়ে প্রথম পর্বেই। কিন্তু, লিভারপুলের সালাহ তো অনবদ্য। কর্তৃপক্ষ তাই আস্থা রেখেছে সালাহর সামর্থ্যের উপর, যার প্রতিফলন পাঁচ বছরের এই নতুন চুক্তি।