হাসপাতালের বেড থেকে ছাত্রসমাজকে রাজপথে নামার আহবান নুরুর

হাসপাতালের বেড থেকে ছাত্রসমাজকে রাজপথে নামার আহবান নুরুর

ছাত্রলীগের হামলায় গুরুতর আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু হাসপাতালের বেডে শুয়ে ফেসবুক লাইভে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে যার যার জায়গায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

রোববার সাড়ে তিনটায় ‘কোটা সংস্কার চাই’ নামক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ভিডিও বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ন-আহ্বায়ক নুরুল হক নুর।

সাধারণ শিক্ষার্থীদের অপর যুগ্ন-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে এই খবর জেনে মূলত তিনি এই আহ্বান জানান।

রোববার দুপুরে মিরপুর ১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার মজুমদার রোডের ১৪ নম্বর বাসা থেকে রাশেদসহ তিন জনকে তুলে নিয়ে যায় ডিবি। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

পরে বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান সাংবাদিককে জানান, রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আইসিটি আইনের মামলায় রাশেদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে মিরপুর ১৪-এর ভাষানটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

রাশেদ খাঁনকে গ্রেফতার ও গতকাল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। এছাড়া ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তৎক্ষণাৎ রাস্তা অবরোধ করে। এদিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন শুরুর প্রস্তুতিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালালে নুরুল হক নুরসহ ছয় জন আহত হন। নুরুকে বেদম মারধর করতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। নুরুকে যখন লাথি ঘুষি চড় থাপ্পড় মারা হচ্ছে তখন এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যপ্রযুক্তি বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জাভেদ হোসেন।

ওই শিক্ষকের সহায়তায় সাংবাদিকসহ সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। নুরু যখন হাসপাতালের বেডে শুয়ে ফেসবুক লাইভে বক্তব্য দিচ্ছিলেন তখনও তার শরীরে স্যালাইন চলছিল। সারা শরীরে ছাত্রলীগের নেতাকর্মীদের লাথি-ঘুষির ব্যাথা নিয়েও তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা বলছেন, এটি আসলেই বর্তমান সময়ে একটি দূর্লভ চিত্র।