সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর এবারই প্রথম বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলছে রাশিয়া। তার ওপর স্বাগতিক। অঘটনের বিশ্বকাপে আজ রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আরেকটি অঘটনের স্বপ্ন দেখছে রাশান স্কোয়াড। কোচ স্তানিস্লাভ চেরচেশভও যেন শোনালেন অভিন্ন কথাই, “স্পেন ফেভারিট। কিন্তু, এটা ফুটবল। এখানে যেকোনো কিছুই হতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করব।”
রাশিয়া কোচের কথায় ভীত হবার কিছু নেই স্পেনের। তারা ভাবছে নিজেদের নিয়েই। নেতৃত্ব পেয়ে এই দুই সপ্তাহে দলকে চিনেছেন, আস্থা রাখছেন তাদের ওপর। কোচ ফার্নান্দো হিয়েরো আরো জানান, “দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ওদেরও নিজেদের উপর বিশ্বাসটা রয়েছে। গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে নতুন করেই শুরু করতে হবে।”
রাশিয়ার সাথে শেষ তিন লড়াইয়ে স্পেন তাদের বিপক্ষে ১০ গোল করে। তবে ২০১৭ সালে তাদের শেষ মুখোমুখি লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়। তাছাড়া রাশিয়া এই প্রথম বিশ্বকাপের নক আউট পর্বে উঠলেও ২০০৮ ইউরোতে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। কিন্ত সেবারও স্পেনের কাছে হেরেই বিদায় নিতে হয়। তবে স্বস্তির নিঃস্বাস ফেলতেই পারে রাশিয়া, কারণ গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে ৮ বার বল ঢুকাতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। তবে প্রথম দুই ম্যাচে ১ গোল খেলেও উরুগুয়ের কাছে গোল খেয়েছে ৩টি। অন্যদিকে স্পেন গ্রুপ পর্বে তিন ম্যাচে ৬ গোল করলেও, হজম করেছে ৫ বার। তাই বলাই যায় কাগজে কলমে স্পেন এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না স্বাগতিকরাও।
তবে একাদশ ইনজুরিমুক্ত থাকায় বাড়তি সুবিধা থাকবে দুই শিবিরেই। সর্বশেষ ২৩ ম্যাচ ধরে অপরাজিত স্পেনের যাত্রা আজ থামাতে পারবে স্বাগতিকরা? নাকি সর্বশেষ ৩ দেখায় ১০ গোল হজম করা রাশিয়াকে নিয়ে আজও গোল উৎসবে মাতবে লা ফুরিয়া রোজারা? লুঝনিকি স্টেডিয়ামে রাত ৮টায় ম্যাচ মাঠে গড়ানোর আগে কিছুই বলা যাচ্ছে না।
সম্ভাব্য একাদশ
স্পেন : ডেভিড ডি হিয়া, দানি কারভাহাল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, আলবা, বুস্কেটস, ইনিয়েস্তা, থিয়াগো আলকান্তারা, ইস্কো, অ্যাসেন্সিও, দিয়াগো কস্তা।
রাশিয়া : আইগর আকিনফেভ, মারিও ফার্নান্দেজ, কুতেপভ, ইগ্নাশেভিচ, জিরকভ, ইয়ুরি গাজিন্সকি, জবনিন, সামেদভ, ডেনিশ চেরিশেভ, অ্যালেক্সান্ডার গোলোভিন, ডালার কুজিয়েভ।