কাশ্মিরে বন্যা; বিপদ সীমার ওপরে ঝিলাম নদীর পানি

কাশ্মিরে বন্যা; বিপদ সীমার ওপরে ঝিলাম নদীর পানি

ভারি বর্ষণে বন্যা সতকর্তা জারি করা হয়েছে জম্মু-কাশ্মিরে। বিপদসীমার উপর দিয়ে বইছে অন্যতম প্রধান নদী ঝিলাম। আজ শনিবার সকালে অনন্তনাগ জেলার ঝিলামের পানি ২৩ দশমিক ১৬ ফুট উচ্চতা দিয়ে বইছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঝিলাম নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায়ও ২০ ফুটের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যটির আরেক প্রধান নদী দারাহালি’র পানিতে প্লাবিত হয়ে গেছে আশে পাশের এলাকা।

বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে নেয়া হচ্ছে পদক্ষেপ। ঝিলামের শাখা নদীগুলোর পানিও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় দক্ষিণ কাশ্মিরের শ্রীনগরের ডেপুটি কমিশনার সৈয়দ আবিদ রশিদ খান নিকটবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বন্ধ করে দেয়া হয়েছে কাশ্মিরের সবগুলো স্কুল। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক ডেকেছেন রাজ্যপাল এনএন ভোরা।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে স্কুল-মাদ্রাসাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে

ভারি বর্ষণে ধ্বসের ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানেই এ ধ্বস লক্ষ্য করা গেছে। গত শুক্রবার রামসু এলাকার জম্মু-শ্রীনগর মহাসড়কে ধ্বস নামলে বালতাল ও পহলগাম থেকে অমরনাথ যাত্রা স্থগিত করে দেয়া হয়। রাস্তা অকেজো হয়ে পড়ায় থমকে গেছে যান চলাচল। যেগুলোর অধিকাংশই ছিল তীর্থযাত্রীর বাহন।

স্থানীয় বাসিন্দারা শঙ্কা প্রকাশ করছেন, ২০১৪ সালের বন্যা পরিস্থিতির প্রত্যাবর্তন হতে যাচ্ছে কি না। ভয়াবহ সে বন্যায় ৩০০ জন কাশ্মিরীর মৃত্যু হয়েছিল।