হিজবুল-মুজাহিদিনে যোগ দিল ভারতীয় সেনা সদস্য, আরও ১০ জনের সম্ভাবনা

হিজবুল-মুজাহিদিনে যোগ দিল ভারতীয় সেনা সদস্য, আরও ১০ জনের সম্ভাবনা

ভারতের জম্মু ও কাশ্মিরে বিরাজ করছে রাজ্যপাল শাসন। এর মধ্যে রাজ্যটি থেকে নিখোঁজ ও হতাহতের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত মঙ্গলবার সেখান থেকে একে-৪৭ রাইফেলসহ নিঁখোজ হন জম্মু ও কাশ্মির পুলিশের বিশেষ কর্মকর্তা ইরফান আহমেদ ধর। এখনো তার সন্ধান পাওয়া যাইনি। যদিও কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনকারী সংগঠন হিজবুল-মুজাহিদিনের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে, ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরফান আহমেদ ধর নামের ওই নিখোঁজ জওয়ান তাদের সংগঠনে যোগ দিয়েছে।

ইরফান আহমেদের ঘটনার একদিন যেতে না যেতেই নিখোঁজ হয়েছে আরও ১০ জন বিএসএফ জওয়ান। বুধবার ৮৩ জন বিএসএফ জওয়ানকে বিশেষ ট্রেনে করে জম্মু ও কাশ্মিরের সাম্বা সেক্টরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মুঘলসরাই রেল স্টেশনে যখন তাঁদের হাজিরা নেয়া হচ্ছিল, তখন দেখা যায় ১০ জন নেই দেখা যায়। মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান ও ধানবাদ স্টেশনের মাঝখানেই তাঁরা নিরুদ্দেশ হয়েছেন। মুঘলসরাইয়ের জিআরপি সাব ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার যাদব ঘটনার স্বীকার করেছেন। বলেছেন, “৮৩ জন বিএসএফ জওয়ানকে বিশেষ ট্রেনে জম্মু ও কাশ্মির নিয়ে যাওয়া হচ্ছিল। ধানবাদ ও বর্ধমান স্টেশনের মাঝখানে কোথাও তাঁরা নিরুদ্দেশ হয়েছেন। নিজেদের কমান্ডারকেও তারা জানাননি।”

পালিয়ে যাবার অভিযোগ করে রিপোর্ট দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বিএসএফ এর পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে বিএফএফ জানিয়েছে, ওই ১০ জওয়ান বাড়িতে যায়নি। পালিয়ে যাবার রিপোর্ট দায়ের করায় বিএসএফ জওয়ানদের হিজবুল-মুজাহিদিনে যোগ দেয়ার ধারণা আরও বেশি প্রবল হচ্ছে।