রোহিঙ্গা হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গা হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তা বরখাস্ত

মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তা মং মং সোয়েকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। তার উপর রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় মদদে রাখাইনে নৃশংস গণহত্যা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী এমন অভিযোগে গত বছর অক্টোবরে দেশটির সামরিক বাহিনীর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়ন এবং সম্প্রতি মিয়ানমারের সাত শীর্ষ সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে তারা। মং মং সোয়ে সেই সাত জনের একজন।

বার্তা সংস্থা রয়টার্সের জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পক্ষ থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরেই সামরিক বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয়। মেজর জেনারেল মং মং সোয়ের উপর গত বছরের ডিসেম্বরে আমেরিকাও নিষেধাজ্ঞা জারি করে। মূলত সে সময় তাকে রাখাইন থেকে সরিয়ে নেয়া হয়। এবং ইইউ’র নিষেধাজ্ঞা সামলাতেই মং মং সোয়েকে বরখাস্তের লোক দেখানো সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সরকার।

যদিও মিয়ানমার সেনাবাহিনী দাবি করছে তারা রোহিঙ্গা হত্যার অভিযোগে নয় বরং পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় এ বহিস্কারাদেশ দেয়া হয়েছে। সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রাখাইন অঞ্চলে ২০১৬ এবং ২০১৭ সালে মিয়ানমারের পুলিশের উপর রোহিঙ্গা সালভেশন আর্মির আক্রমণের সে অঞ্চলের ‘নিরাপত্তা পরিকল্পনা’ যথাযথভাবে ব্যবস্থাপনা করতে ব্যর্থ হওয়ায় জেনারেল মং মং সোয়েকে সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা, নারীদের ধর্ষণ এবং অগ্নিসংযোগ করে মিয়ানমার সামরিক বাহিনী। সেখান থেকে বাঁচতে ২০১৬ এবং ২০১৭ সালে সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।