ব্রাজিলসহ যে আট দল মাঠে নামছে আজ

ব্রাজিলসহ যে আট দল মাঠে নামছে আজ

• জার্মানি-মেক্সিকো

প্রথম ম্যাচে পরাজয়, দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয়। দুইদিনে মুদ্রার দুটো পিঠই দেখা হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। গেল ম্যাচে সুইডেনের বিপক্ষে ডুবতে বসা তরীকে কোনরকমে ঘাটে ভেড়ান টনি ক্রুস। তবে, সেদিন সতিকারের চ্যাম্পিয়নের চেহারা দেখে ফুটবল দুনিয়া। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শক্তিতে যেমন, পরিসংখ্যানেও এগিয়ে জার্মানরা। কোরিয়ার সঙ্গে দুই দেখায় দুই জয়, এমনকি বিশ্বকাপে এশিয়ার দেশগুলির বিরুদ্ধে পাঁচবারের দেখায় প্রত্যেকবারই শেষ হাসি হেসেছে জার্মানি। আজ জিতলে কোনরকম যদি কিন্তু ছাড়াই পরের পর্বে কোয়ালিফাই করবে জোয়াকিম লো বাহিনী। এমন ম্যাচে কার্ডজনিত নিষেধাজ্ঞায় থাকছেন না জেরোম বোয়াটেং, ইঞ্জুরি কাটিয়ে ম্যাট হামেলস ফেরায় বোয়াটেংয়ের অভাব পুষে যাবে। ‘এফ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া বাদ পড়েছে প্রথমেই। আজও যে জেতার সম্ভাবনা ক্ষীণ তা অকপটে জানালেন কোরিয়ান কোচ শিন তায়ি-ইয়ং- ‘জার্মানি অনেক এগিয়ে সেটি আপনাকে মানতে হবে। কিন্তু, এখানে যেকোন কিছুই হতে পারে। আমরা হাল ছাড়বো না’। ইঞ্জুরির দরুন শেষ ম্যাচে দলে থাকছেন না কোরিয়া দলপতি কি সুং ইউয়েং।

কাজান অ্যারেনায় রাত ৮ টায় মাঠে গড়াবে ম্যাচটি।

• মেক্সিকো-সুইডেন

প্রথম দুই ম্যাচ জেতা মেক্সিকো আজ রাতে ড্র করলেই পৌঁছে যাবে নকআউট পর্বে। তবে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই সুইডেনের। গেল ম্যাচে শেষ মিনিটে গোল খেয়ে জার্মানির কাছে পরাজয়টা কাল হয়ে দাঁড়িয়েছে সুইডিশদের জন্য। আজ জিতলেও তাকিয়ে থাকতে হবে জার্মানি-কোরিয়া ম্যাচে। ওখানে হারতে হবে জার্মানিকে। মেক্সিকোর বেলাতেও অভিন্ন প্যাঁচ। কোনমতে হেরে গেলে, আর জার্মানি জিতে গেলে বিদায় ঘন্টা বেজে যাবে তাদেরও। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফিট একাদশই পাচ্ছেন দুই কোচ।

জটিল সব অঙ্কের সমাধান করতে রাত ৮ টায় মঞ্চস্থ হবে ‘এফ’ গ্রুপের ম্যাচটি, ইয়েকতারিনবার্গ অ্যারেনায়।

• সুইজারল্যান্ড-কোস্টারিকা

শেষ ষোলতে এক পা দিয়ে রাখা সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কোস্টারিকা। ড্র করলেই চলবে সুইসদের। ‘ই’ গ্রুপের অন্য খেলায় যদি ব্রাজিল জিতে যায় সেক্ষেত্রে হেরে গেলেও গ্রুপ রানার আপ হবে শাকিরিরা। প্রথম দুই ম্যাচেই হেরে গিয়ে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে কোস্টারিকার। আজকের ম্যাচটি তাদের কাছে শুধুই নিয়মরক্ষার।

নিঝনি নভোগোরাদ স্টেডিয়ামে রাত ১২ টায় শুরু হবে ম্যাচটি।

• ব্রাজিল-সার্বিয়া

মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র শেষ খেলায় রাত ১২ টায় মাঠে নামবে ব্রাজিল। ২ ম্যাচে ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে সুইজারল্যান্ড এর সঙ্গে ড্র, পরের ম্যাচে কোস্টারিকার সাথে ড্র হতে হতেও অতিরিক্ত সময়ের জাদুতে জয়। হতাশার বিপরীতে আশার আলো, কোস্টারিকা ম্যাচে শেষের দিকে দেখা মিলেছিল চেনা ব্রাজিলের। সেখান থেকেই আজ শুরু করতে চাইবে তিতের শিষ্যরা। সহজ সমীকরণ ব্রাজিলের সামনে। ড্র করো, নকআউট নিশ্চিত করো। গ্রুপ চ্যাম্পিয়ন হতে আবার জয়ের বিকল্প নেই। সহজের মাঝেও শঙ্কা আছে। সার্বিয়া যদি জিতে যায়, অপর খেলায় সুইসদের রুখে দেয় কেইলরের কোস্টারিকা তাহলে বাড়ির পথ ধরতে হবে ব্রাজিলকে। সার্বিয়া সতর্ক বার্তা দিয়ে রেখেছে ব্রাজিলকে। ‘ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই। সবাই যার যার দায়িত্ব পালন করলেই হবে’। ওদিকে তিতে বলছেন, একাট্টা হয়ে খেলার কথা। কোস্টারিকার বিরুদ্ধে শেষদিকে নেমে খেলার গতি বাড়ানো ডগলাস কস্তার বিশ্বকাপ ইঞ্জুরির গ্রাসে। তার মতোন দলের সঙ্গে মস্কো যাচ্ছেন না রাইটব্যাক দানিলোও। অবশ্য আক্রমণাত্মক ফুটবল খেলার কথা বলে রাখা ব্রাজিলকে থামাতে পূর্ণ শক্তির দলই পাচ্ছেন সার্বিয়ান কোচ স্লাডেন ক্রাস্টিচ। বিশ্বকাপে এর আগে চার দেখায় দুই দলের রয়েছে একটি করে জয়, বাকী দুই ম্যাচ অমীমাংসিত।

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।