অাট দলের জমজমাট লড়াই আজ

অাট দলের জমজমাট লড়াই আজ

• ফ্রান্স-ডেনমার্ক

বিশ্বকাপে দুইবারের দেখায় দু’দল জিতেছে একবার করে। প্রথম দুই ম্যাচ জিতলেও ভক্ত সমালোচকদের মন ভরাতে পারেনি ফ্রান্স। তবে, এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ফরাসিরা আজ ডেনমার্কের সঙ্গে নিজেদের সেরাটাই দিতে চাইবেন। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে দিদিয়ের দেশমের দল। মিডফিল্ডার পল পগবা হঠাৎ করে জানালেন, রাশিয়ায়ই হয়তো শেষবার বিশ্বকাপ খেলছেন! কিন্তু দেশম বলছেন, সময় ফুরোয়নি এখনো।

ডেনমার্ক আজ ড্র করলেই গ্রুপের বাঁধা পেরুবে। ড্যানিশ ডায়নামাইটদের কোচ অবশ্য সাফ জানিয়ে দিলেন তারা খেলবেন জয়ের জন্য। তবে এমন ম্যাচে কোচ আগা হারিদা পাচ্ছেন না মিড তারকা উইলিয়াম কেভিস্ট আর ফরোয়ার্ড পলসনকে। কেভিস্ট ইঞ্জুরড হলেও পল খেলতে পারবেন না কার্ড সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে। ফরাসি দলে উমতিতি ইঞ্জুরড হলেও দ্বিতীয় রাউন্ত নিশ্চিত হওয়ায় মূল একাদশের কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন দিদিয়ের দেশম।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু মাঠে গড়াবে ‘সি’ গ্রুপের খেলাটি।

• অস্ট্রেলিয়া-পেরু

পেরুর আশা শেষ আগেই, ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার অবস্থানও সুবিধাজনক নয়। তারপরও ফ্রান্স যদি ডেনমার্ককে হারাতে পারে আর পেরুকে বড় ব্যবধানে হারিয়ে দেয় নিজেরা, তাহলে রাউন্ড অব সিক্সটিন খেলবে সকারুরা। ইঞ্জুরি আছে দুই শিবিরেই। পেরুর জেফারসন এবং অস্ট্রেলিয়ার আন্দ্রে ন্যাবুত খেলছেন না এই ম্যাচে। পরের পর্বে যাবার সামান্য সম্ভাবনা বেঁচে রয়েছে এশিয়া অঞ্চলের দলটির। সেটিকেই পাখির চোখ করেছেন কোচ ফন মারউইক– “আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। জয় ভিন্ন অন্য কিছু ভাবছি না এই মূহুর্তে।”

আর পেরু কোচ গারেচা কী বলছেন? “আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও ভক্তরা ভালবাসায় কমতি রাখেননি। তাদের কাছে ক্ষমাপ্রার্থী। আজ তাদের ভালোকিছু উপহার দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।”

‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সোচির ফিস্ট স্টেডিয়ামে, সম্প্রচারিত হবে রাত ৮ টায়।

• আর্জেন্টিনা-নাইজেরিয়া

নাইজেরিয়া বিশ্বকাপ খেলেছে ৫ বার। গ্রুপপর্বে চারবারই তিন প্রতিপক্ষের মাঝে একটি নাম ‘আর্জেন্টিনা’! প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা। পরিসংখ্যান বলছে আজ রাতটাও আলবিসেলেস্তেদের। আবার সর্বশেষ দেখায় প্রীতি ম্যাচে মেসিদের ৪-২ গোলে পরাজিত করেছে দি সুপার ঈগলস! গোলমেলে সমীকরণ, ঠিক নিজেদের ‘ডি’ গ্রুপের মতোন। আইসল্যান্ডের বিরুদ্ধে অদম্য নাইজেরিয়া, আর প্রথম দুই ম্যাচের মুখ থুবড়ে পড়া আর্জেন্টিনার ম্যাচে কেউই ফেভারিট নয়, আবার দুটোই ফেভারিট।

এলোমেলো রাশিয়ায় হারিয়ে খুঁজতে থাকা অস্তিত্ব ফিরে পেতে মেসি মারিয়াদের প্রয়োজন কেবল জাদুকরী এক মূহুর্তের।

সমালোচনায় জর্জরিত মেসিই শেষ ভরসা। মেসিতেই আলোর আভাস চায় সকলে। বিশ্বকাপ বাছাইয়ে পেরুর বিরুদ্ধে শেষ ম্যাচে হ্যাট্রিক করে বিশ্বকাপে তুলেছেন দলকে, আজ আবার এর পুণরাবৃত্তি হওয়া সবচেয়ে জরুরি। একাদশে আজ ফিরতে পারেন ডি মারিয়া। নিশ্চিতভাবেই বদলি হবেন গোলরক্ষক, নামতে পারেন আর্মানি। সে যাই হোক, খেলতে হবে সর্বস্ব দিয়ে।

নাইজেরিয়ার গেল ম্যাচের হিরো আহমেদ মুসা চাইবেন আজও তেমন কিছু করতে। নড়বড়ে আত্মবিশ্বাসের আর্জেন্টিনাকে চেপে ধরতে নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত এতেবো, মিকেল, মুসারা। ড্র করলেই পরের পর্বে চলে যাবে নাইজেরিয়া, জিততেই হবে আর্জেন্টিনার। আগ্রাসী ফুটবল খেলা সুপার ঈগল পারবে তো অফফর্ম মেসি বাহিনীকে আরো একদিন নিষ্ক্রিয় করে রাখতে?

উত্তর জানা যাবে মাঝরাতে। পিটার্সবার্গে বাংলাদেশ সময় রাত ১২ টায় মঞ্চস্থ হবে ‘ডি’ গ্রুপের ধুন্ধুমার লড়াইয়ের।

• ক্রোয়েশিয়া-আইসল্যান্ড

আগের ম্যাচের দুই গোলদাতা মদ্রিচ, রাকিতিচ থাকছেন না এ ম্যাচে। মারিও মান্দজুকিচ, গোলরক্ষক সুবাসিচও দলের বাইরে। প্রায় দ্বিতীয় সারির দল নামাবে ‘ডি’ গ্রুপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হওয়া ক্রোয়েশিয়া। তাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগটা লুফতে চাইবে ‘দ্য ভাইকিংস’ আইসল্যান্ড। এখনো যে তাদের আশা ফুরোয়নি। ক্রোয়েশিয়াকে হারালে যদি কিন্তুর উপর টিকে থাকবে শেষ ষোলোয় যাবার সম্ভাবনা। প্রতিপক্ষের একে অপরকে ভাল করেই চেনা। ২০১০ এবং ২০১৮ বিশ্বকাপে মুখোমুখি হয় ইউরোপের দল দুটি। ‘১০ এ প্লে অফে প্রথম লেগ ড্র হয়, দ্বিতীয় লেগ ২-০ তে জিতে ক্রোয়েশিয়া বিশ্বকাপে আসে। এবারের বাছাই পর্বে অবশ্য দুই দলই জিতেছিল যার যার হোম ম্যাচে। ক্রোয়াটরা দ্বিতীয় সারির দল নামালেও আইসল্যান্ড নামবে পূর্ণ শক্তি নিয়েই।

রোস্তভ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে রাত ১২ টায়।