আইআইএফএ-২০১৮: বলিউডের সেরা ছবি ‘তুমারি সুলু’

আইআইএফএ-২০১৮: বলিউডের সেরা ছবি ‘তুমারি সুলু’

গতকাল রবিবার ব্যাংককের ‘সিয়াম নিরামিত’ থিয়েটারে বসে ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড  (আইআইএফএ) ২০১৮’র আসর। বলিউডের তারকাবহুল অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরিচালক করন জোহর ও অভিনেতা রিতেশ দেশমুখ।

এ বছর ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’ ও রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’কে পিছনে ফেলে সেরা ছবির খেতাব জয় করে বিদ্যা বালান অভিনীত ‘তুমারি সুলু’ চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রে বিদ্যা বালান গৃহিনীর চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রেডিও জকি হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন।

অনুষ্ঠান উপস্থাপনায় রিতেশ দেশমুখ ও করন জোহর। ছবি: IIFA

সেরা চলচ্চিত্রের দৌড়ে ‘হিন্দি মিডিয়াম’ পিছিয়ে থাকলেও তার অভিনেতা সম্প্রতি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত ইরফান খান জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। সিনেমাটিতে ইরফান খান একজন বাবার চরিত্রে অভিনয় করেন, যেখানে সন্তানকে ইংরেজি স্কুলে ভর্তির জন্য নানা ত্যাগ স্বীকার ও শঠতার আশ্রয় নিতে দেখা যায়। হিন্দি মিডিয়াম’র পরিচালকও হতাশ করেন নি। সকেট চৌধুরি জিতে নিয়েছেন সেরা পরিচালকের ট্রফি।

সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন শ্রীদেবী। যিনি কিনা এবছর ফেব্রুয়ারিতে পরলোকগমন করেছেন। তিনি ‘মম’এর জন্য এ পুরস্কার ঝুলিতে পোরেন।

সিক্রেট সুপারস্টার’র মেহের বিজ জিতেছেন সেরা নারী পার্শ্ব-চরিত্রের পুরস্কার। অন্যদিকে ‘মম’ চলচ্চিত্রের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকী জয় করেছেন সেরা পুরুষ পার্শ্ব-চরিত্রের পুরস্কার। তিনি তার এই পুরস্কার ‘মম’এর অভিনেত্রী শ্রীদেবীকে উৎসর্গ করেন। ‘অস্কার’র জন্য মনোনীত নিউটন পেয়েছে সেরা চিত্রনাট্যের পুরস্কার। পুরস্কার নিয়েছে অমিত ভি মাসুরকার।

নওয়াজউদ্দিন সিদ্দিকী জয় করেন ‘সেরা পার্শ্ব-অভিনেতা’র পুরস্কার। ছবি: IIFA

এক নজরে ‘ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৮’:
সেরা চলচ্চিত্র: তুমারি সুলু
সেরা পরিচালক: সকেট চৌধুরি (হিন্দি মিডিয়াম)
সেরা অভিনেত্রী: শ্রীদেবী (মম)
সেরা অভিনেতা: ইরফান খান (হিন্দি মিডিয়াম)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: মেহের বিজ (সিক্রেট সুপারস্টার)
সেরা পার্শ্ব-অভিনেতা: নওয়াজউদ্দিন সিদ্দিকী
সেরা গল্প: অমিত ভি মাসুরকার (নিউটন)
সেরা অভিষিক্ত পরিচালক: কঙ্কনা সেন শর্মা ( এ ডেথ ইন দ্য গুঞ্জ)
সেরা সঙ্গীত পরিচালক: অমল মালিক, তানিশা বাগচী, অখিল সাচদেভা (বদরিনাথ কি দুলহানিয়া)
সেরা প্লেব্যাক শিল্পী (নারী) : মেঘনা মিশ্র ( মে কন হু, সিক্রেট সুপারস্টার)
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): অরিজিত সিং (হাওয়াইয়েন, জাব হ্যারি মেট সেজাল)
সেরা গীতিকার: মনোজ মুনতাসীর (মরা রাসকে কোমার, বাদশাহো)
স্টাইল আইকন অ্যাওয়ার্ড: কীর্তি শানুন