দীর্ঘ বিরতির পর নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকার বিগত সরকারের মতো দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুর শামসিয়াহ মোহাম্মদ ইউনুসকে বিদায়ী গভর্নর ড. জেতি আখতার আজিজের উত্তরসূরি ঘোষণা করা হয়েছে।
নুর শামসিয়াহ ২০১৬ সালের নভেম্বরে ব্যাপক আলোচিত অর্থ কেলেঙ্কারির তদন্তে জড়িত থাকা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক থেকে পদত্যাগ করেন। পরে তিনি ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডে (আইএমএফ) অর্থ ও পুঁজিবাজার বিভাগের সহকারী পরিচালকের দায়িত্ব নেন। এর আগে ৫৪ বছর বয়সী নুর শামসিয়াহ ১৯৮৭ সালে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করে প্রায় তিন দশক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
বিদায়ী গভর্নর ড. জেতি আখতার সাংবাদিকদেরকে নুর শামসিয়াহ সম্পর্কে বলেছেন, “নুর একজন বিশ্বনন্দিত ব্যাংকার, সে ব্যাংক নেগারাকে খুব ভালমতোই পরিচালনা করতে পারবেন।”
নুর শামসিয়াহ এই খবর শুনে বলেছেন, ব্যাংক নেগারা তার অর্থ ও পুঁজিকে মালয়েশিয়ার জনগণের জন্য সবচাইতে ভাল হয় যাতে সেসব খাতেই ব্যবহার করবে।”
গতকাল দেশটির অর্থমন্ত্রী লিম গুয়ান ইং জানান, আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব নিয়ে হয়তো পয়লা জুলাই থেকে অফিস করা শুরু করবেন।
নুর শামসিয়াহ একটি কোম্পানির প্রায় সাড়ে সতেরো বিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের ঘটনার তদন্তকালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের রোষাণলে পড়েই মূলত কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।