বর্ষায় ফ্যাশনে বাহারি ছাতা

বর্ষায় ফ্যাশনে বাহারি ছাতা

বাংলাদেশের আবহাওয়ায় বর্ষাকাল বেশ গুরুত্বপূর্ণ। আর কিছু না হোক মুষলধারে বৃষ্টি মনে করিয়ে দেয় তার আগমনের বার্তা আর ছাতার প্রয়োজনীয়তা। এ সময় রুচিশীল মানুষেরা যেমন পোশাক ও খাবারে আনে আলাদা রকমফের তেমনি বাইরে যেতে ব্যবহার করে ফ্যাশনেবল ছাতা। বর্ষার ফ্যাশনে তাই প্রয়োজনীয় এই ছাতা হয়ে দাঁড়ায় বেশ উল্লেখযোগ্য।

আপানার পছন্দের তালিকায় রাখতে পারেন একটি ট্রেন্ডি ‘বাবল’ ছাতা

পোশাকের ধরণ ও মান ঠিক রাখতে ব্যবহারের ছাতাটাকেও হতে হয় বেশ মানানসই। সুন্দর একটি ছাতা নিয়ে বাইরে বেরোতে পারাটাও স্বস্তির। রাজধানীর নিউমার্কেটে খুবই কম দামে পাওয়া যায় রঙিন এবং দৃষ্টিনন্দন ছাতা। একঘেয়েমি এড়াতে কিনে নিতে পারেন এক জোড়া বা তার বেশি। বাচ্চাদের জন্য ব্যবহার করুন উজ্জল রঙের বাহারি ছাতা, তবে খেয়াল রাখবেন তা যেন তাদের বহন উপযোগী হয়। অর্থাৎ আকারে খানিকটা ছোট হয়।

পুরুষেরা ব্যবহার করতে পারেন ডাচ ডিজাইনের ‘স্ট্রোম আমব্রেলা’

বর্ষা মওসুম আসলে ছাতা অন্য সময়ের চেয়ে সহজলভ্য হয়ে যায়। ফোল্ডিং সংখ্যার উপর নির্ভর করে ছাতার দাম উঠা-নামা করে। এক ফোল্ডেড ছাতা ১৫০-৩০০ টাকা, দুই ফোল্ডেড ছাতা ২০০-৪০০ টাকা এবং পার্স ছাতা ৩০০-৫০০ টাকাতেই পাওয়া যায় নিউমার্কেট কিংবা গাউছিয়া এলাকায়। নিকটবর্তী ডিপার্টমেন্টাল স্টোরেও ঢু মারতে পারেন, পেয়ে যাবেন নামি-দামি ব্রান্ডের ছাতা।

বাচ্চাদের ছাতাটা উজ্জ্বল রঙের হওয়াই ভালো

বর্তমান সময়ে অনলাইনে কেনা কাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে ছাতার ফ্যাশন পেতে পারে নতুন মাত্রা। অনলাইনেই কিনে নিতে পারেন নানান স্টাইলের ছাতা। সেক্ষেত্রে ফ্যাশনে ছাড় দেয়ার সুযোগ থাকছে না। সহজেই পেয়ে যাচ্ছেন পছন্দের ছাতাটি। তাহলে আজই দৃষ্টি দিন আপনার ব্যবহৃত ছাতাটির সৌন্দর্যের দিকে।