হিসাব-নিকাশ বদলে দিতে পারে আজকের তিনটি ম্যাচ

হিসাব-নিকাশ বদলে দিতে পারে আজকের তিনটি ম্যাচ

• ব্রাজিল-কোস্টারিকা

কোস্টারিকার বিরুদ্ধে শেষ দশ সাক্ষাতের নয়টিতেই জয় ব্রাজিলের। বিশ্বকাপের দুইবারের দেখায়ও তাই। ব্রাজিল মানেই সাম্বা, ব্রাজিল মানেই জোগো বনিতোর সৌন্দর্য্য। অথচ, নিজেদের সেই সত্ত্বাকেই হারিয়ে খুঁজছে ব্রাজিল। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্রয়ে বিষন্ন সেলেসাওরা আজ নামবে জয়ের লড়াইয়ে। মিশন হেক্সায় মাঠের বাইরে ভরসা কোচ তিতে, মাঠে নেইমার। গ্রুপ ‘ই’তে প্রথম খেলায় নেইমারকে কড়া মার্কিং আর ফাউলের মধ্যে রেখেছিল সুইসরা। গুঞ্জন উঠেছিল, কোস্টারিকা ম্যাচে নাও থাকতে পারেন একাদশে। শঙ্কার মেঘ কেটে গেছে তিতের কথায়- “সুইজারল্যান্ড ম্যাচের পর সে ব্যথা অনুভব করছিল। এখন সে সম্পূর্ণ ফিট। ট্রেনিংয়ে সর্বোচ্চটা দিয়েছে। কোস্টারিকার সঙ্গে শুরু থেকেই থাকবে সে।”

মাঠে নামলে কতটা নির্ভার হয়ে খেলতে পারবেন নেইমার? কোস্টারিকা কোচ অস্কার রামিরেজ বেশ সতর্ক- “এক ম্যাচ দিয়ে ব্রাজিলকে বিচার করা যায় না। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। যেকোন সময় ম্যাচের মোড় ঘোরাতে পারে এমন খেলোয়াড়ের অভাব নেই তাদের। আমরা ভালভাবেই মার্ক করব।”

প্রথম ম্যাচ হারায় জয়ের বিকল্প নেই কোস্টারিকার, দলে কোন ইঞ্জুরি সমস্যা না থাকায় পছন্দের একাদশ বাছতে পারবেন কোচ। ব্রাজিলেও তেমন ইঞ্জুরি নেই। শুধু রাইট ব্যাক দানিলোকে পাচ্ছেন না তিতে, বিশ্বকাপে অভিষেক হতে পারে ফাগনারের। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

 

• নাইজেরিয়া-আইসল্যান্ড

“নাইজেরিয়ার জন্য আজ জয়ের বিকল্প নেই। তারা গতিশীল ফুটবল খেলে। আমাদের লক্ষ্য পজিশন ধরে রেখে এগোনো। জিততে চাই আমরা।” কথাগুলি আইসল্যান্ড কোচ হাইমির হালগ্রিমসনের। বিশ্বকাপের ইতিহাসেই নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মত দলকে রুখে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ইউরোপিয়ান দলটি। আজ জিতলে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখবে তারা।

আফ্রিকান সুপার ঈগল নাইজেরিয়ার বিরুদ্ধের ম্যাচটি তাই বেশ গুরুত্বপূর্ণ ছোট্ট এই দ্বীপ দেশের জন্য। অসুস্থ হওয়ায় ইয়োহান গুডমুন্ডসনকে পাচ্ছে না আইসল্যান্ড।

তবে নাইজেরিয়া নামবে পূর্ণ শক্তি নিয়েই। আক্রমণাত্মক ফুটবল খেলার আভাস দিয়ে রেখেছেন বস গার্নট রোর! বললেন, “আজ আমরা হারব না। গ্রুপপর্ব থেকে বিদায় নেয়ার কথা এখনো চিন্তা করছি না।” পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বিশ্বকাপে নাইজেরিয়ার পাওয়া পাঁচ জয়ের সবকটি ইউরোপিয়ান দলের বিরুদ্ধে! ‘ডি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়, ভলগোগ্রাদ অ্যারেনায়। যেখানে চোখ থাকবে টিম আর্জেন্টিনারও।

 

• সার্বিয়া-সুইজারল্যান্ড

দুই দলের কোথাও ইঞ্জুরি সমস্যা নেই। এক দল প্রথম ম্যাচ জিতেছে, আরেক দল ব্রাজিলকে রুখে ড্র তুলে নিয়েছে। ‘ই’ গ্রুপের আত্মবিশ্বাসী দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড আজ মুখোমুখি হচ্ছে একে অপরের। সুইসরা জিতলেই এক পা চলে যাবে রাউন্ড অব সিক্সটিনে, ফল যদি যায় সার্বিয়ার অনুকূলে তবে নিশ্চিতই হয়ে যাবে তারা।

সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাসিচের আত্মবিশ্বাস তুঙ্গে- “প্রথম ম্যাচে শুভ সূচনা করায় সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে। ছেলেদের মাঝে আত্নবিশ্বাসের কমতি নেই। প্রস্তুতিও সম্পন্ন হয়েছে ভালমত। আশাকরি, প্রথম ম্যাচের মতো আজ আবার জিততে পারব।”

ছেড়ে কথা বলবে প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করা সুইসরা? কোচ ভ্লাদিমির পেটকোভিচের কথায় তেমনটি মনে হচ্ছে না। “আজ আমাদের ভাল খেলতে হবে। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি আমরা সন্তুষ্ট। সার্বিয়া দারুণ দল, আক্রমণে দুর্দান্ত। আমাদের রক্ষণভাগ কম নয়, আমরা তৈরি আছি।”

এর আগে কখনোই একে অপরের মুখোমুখি না হওয়া দল দুটির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়, কালিনিনগ্রাদ স্টেডিয়ামে।