চিরতরে নিভে যায়নি মেসিদের দ্বিতীয় রাউন্ডযাত্রা, তবে নিজেদের খেলার পাশাপাশি তাদের এখন চেয়ে থাকতে হবে গ্রুপের অন্যদের বাকি খেলাগুলোর ফলাফলের দিকে। যা যা ঘটলে আর্জেন্টিনা প্রথম পর্ব থেকে বিদায়ের লজ্জা এড়াতে পারবেন সেগুলো দেখে নেয়া যাক–
• ২২ জুন শুক্রবার নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচটি ড্র হলে। আইসল্যান্ডকে ক্রোয়েশিয়ার বিপক্ষের খেলায় পরাজয় বরণ করতে হবে এবং আর্জেন্টিনাকে অবশ্যই নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে (এর বিকল্প নেই)। তাহলে ক্রোয়েশিয়া ৯ পয়েন্ট নিয়ে থাকবে প্রথমে, ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা দ্বিতীয় অবস্থানে। এবং দুই ড্র এবং এক হার নিয়ে আইসল্যান্ড হবে তৃতীয়। এক পয়েন্ট নিয়ে চার নম্বরে নাইজেরিয়া।
• নাইজেরিয়ার বিপক্ষের গুরুত্বপূর্ণ খেলাটিতে আইসল্যান্ড যদি জিতে যায়। পরে এই আইসল্যান্ডকে অবশ্যই ক্রোয়েশিয়ার সাথে হারতে হবে। আর্জেন্টিনাকে নাইজেরিয়ার সাথে এমন ব্যবধানে জিততে হবে যাতে করে গোল ব্যবধান বেশি থাকে আর দ্বিতীয় রাউন্ডে উঠে যায়। তাই বলা যায় বিশাল গোল ব্যাবধানে জিততে হবে। এক্ষেত্রে আইসল্যান্ড এবং আর্জেন্টিনা উভয়ের পয়েন্ট হবে চার। গোল ব্যাবধানে এগিয়ে থাকলে আর্জেন্টিনা চলে যাবে পরের রাউন্ডে। আর্জেন্টিনা ইতোমধ্যেই ৩ গোলে পিছিয়ে আছে। তাই বিশাল ব্যবধানে মেসিরা না জিতলে সম্ভব হবে না যাওয়া।
• আইসল্যান্ডের বিপক্ষের ওই খেলাটিতে নাইজেরিয়া যদি জেতে। তাহলে ক্রোয়েশিয়ার সাথে আইসল্যান্ডকে হারতে হবে। আর আর্জেন্টিনাকে নাইজেরিয়ার সাথে তো জিততেই হবে। ক্রোয়েশিয়ার ৯ পয়েন্ট থাকবে। আইসল্যান্ডের সাথে জয় নিয়ে নাইজেরিয়ার পয়েন্ট হবে তিন। আর্জেন্টিনা নাইজেরিয়াকে যেকোন ব্যবধানে হারালেই চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারবে।