ব্রাজিল বনাম কোস্টারিকার খেলাটি আদতে ব্রাজিলের জন্যে সহজ মনে হলেও নির্ভার হওয়ার সুযোগ নেই কোন দলেরই। দুই দলই গত বিশ্বকাপের কোয়ার্টাল ফাইনাল থেকে বিদায় নেয়। বিদায় নেয়ার আগে ইতালি ও ইংল্যান্ড ও উরুগুয়ের সাথে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড খেলে কোস্টারিকা। দ্বিতীয় রাউন্ডে গ্রীসকে হারিয়ে কোয়ার্টারে শক্তিশালী নেদারল্যান্ডকে ১২০ মিনিট নাকানিচুবানি খাওয়ালেও ট্রাইবেকারে স্বপ্ন ভাঙে কোস্টারিকার। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে খেলবে কোস্টারিকা। সুইজারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগির পর আজকে জয়ের জন্যেই নামতে হবে সেলেকাওদের।
ব্রাজিলের বিপক্ষে কোস্টারিকার ইতিহাস খুব ভাল নয়। দুই দলের ১০টি ম্যাচের মধ্যে ৯ বারই জয় পায় ব্রাজিল। কোস্টারিকার একমাত্র জয়টি আসে ১৯৬০ সালে। এই দশ ম্যাচে কোস্টারিকার জালে ব্রাজিল বল ঢুকিয়েছে ৩২ বার, অন্যদিকে গোল খেয়েছে ৭ বার।
বিশ্বকাপে ব্রাজিল ও কোস্টারিকা আজ তৃতীয়বারের মতো মুখোমুখি হবে। এর আগে ১৯৯০ বিশ্বকাপে ব্রাজিল ১-০ গোলে জয়লাভ করে এবং ২০০২ বিশ্বকাপে ৫-২ গোলে।
কোস্টারিকা বিশ্বকাপে কোন লাতিনে দলের সাথে একবারই জিততে সক্ষম হয়, সেটা ছিল ২০১৪ বিশ্বকাপে উরুগুয়েকে ৩-১ গোলে।
বর্তমান ফলাফল বিবেচনায় আনলে এগিয়ে থাকবে ব্রাজিল। গত এক বছরে কোস্টারিকা ১৭ ম্যাচ খেলে মাত্র ৬টি খেলায় জিততে সক্ষম হয়। পরাজয় বরণ করে ৭ ম্যাচে এবং বাকি ৪ ম্যাচ ড্র।
অন্যদিকে ব্রাজিল তাদের গত ১২ ম্যাচের মধ্যে একটিতেও হারের মুখ দেখেনি। সার্বিয়ার সাথে ১-০ গোলে হারের আগে, বিশ্বকাপে কোস্টারিকা ৫ ম্যাচ অপরাজেয় ছিল। ২০০৬ বিশ্বকাপের পরে কোস্টারিকা একটানা দুটি ফাইনাল রাউন্ডের খেলা হারেনি। এক্ষেত্রে ব্রাজিল তাদের শেষ তিনটি বিশ্বকাপের ম্যাচেও জয়ের মুখ দেখেনি।
ইতিহাস যাই বলুক, এবারের বিশ্বকাপ দর্শকদের সামনে একের পর এক চমক হাজির করেই যাচ্ছে। দেখা যাক এই চমক দেয়ার পালা অব্যাহত থাকে কি না।