ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে রাজ্যপালের শাসন জারি হওয়ার দু’দিনের মাথায় সেনা অভিযানে এক পুলিশ সদস্যসহ ৩ জন কাশ্মিরী নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলায় শুক্রবার ভোর রাতে শুরু হওয়া সেনা অভিযানে নিহতের এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভোর রাতে অনন্তনাগে এ দিন নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। কাশ্মিরী স্বাধীনতাকামীরা গুলি চালালে তার জবাব দেয় বাহিনী। পুলিশের দাবি নিহতদের মধ্যে ২ জন আইএস-এর জম্মু ও কাশ্মির শাখার সদস্য এবং একজন স্থানীয় এ সংগঠনের প্রধান। এ সময় একজন পুলিশ সদস্যও নিহত হয়।
জম্মু ও কাশ্মিরের ডিজিপি সেশ পাল ভয়েদ এক টুইট বার্তায় ৪ জন নিহতের কথা নিশ্চিত করেছেন।
Two more bodies of terrorists recovered, taking total number to 4. https://t.co/ws9OsU8cQU
— Shesh Paul Vaid (@spvaid) June 22, 2018
প্রাথমিক সূত্রে অনন্তনাগের একটি বাড়ির মধ্যে স্বশস্ত্রগোষ্ঠীর সদস্যদের অবস্থানের কথা জানতে পারে পুলিশ। এবং সে অনুযায়ী অভিযান চালানো হয়। যে বাড়িটিতে তারা লুকিয়ে ছিল বন্দুকযুদ্ধে সে বাড়ির মালিকও নিহত হয়েছেন এবং তার স্ত্রী গুরুতর আহত বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জুন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল হিন্দুত্ববাদী বিজেপি কাশ্মিরে ক্ষমতাসীন পিডিপি’র ওপর থেকে সমর্থন তুলে নিলে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এতে করে কাশ্মিরে রাজ্যপালের শাসন জারি হয়।