নি:সন্দেহে বিশ্বকাপের মূল আবেদনের মধ্যে একটি হচ্ছে মেসি এবং তার দল আর্জেন্টিনা। কিন্ত ক্রোয়েশিয়ার সাথে হারের মধ্য দিয়ে অনেকেই বাজিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার বিদায় ঘন্টা। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে যে অবস্থান নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু আজকে নাইজেরিয়া আবারো আর্জেন্টিনার নিভে যাওয়া স্বপ্নকে জিয়িয়ে রাখল।
আইসল্যান্ডকে ২-০ গোলে হারানোর পর এখন গ্রুপ ডি-তে ৬ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া প্রথম অবস্থানে রয়েছে। ৩ পয়েন্ট নিয়ে নাইজেরিয়া দ্বিতীয়। আইসল্যান্ড ও আর্জেন্টিনা দুই দলই ১ পয়েন্ট করে অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ায় আইসল্যান্ড তৃতীয় স্থানে এবং আর্জেন্টিনা চতুর্থ।
ডি গ্রুপের শেষ খেলা দু’টি অনুষ্ঠিত হবে ২৬ তারিখ রাত ১২ টায়। এবং ক্রোয়েশিয়া যদি আইসল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে নাইজেরিয়ার সাথে যেকোন ব্যবধানে জিততে পারলেই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব অতিক্রম করবে আর্জেন্টিনা। অন্যদিকে আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারায় তাহলে অবশ্য গোল ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাককে।
কিন্তু আর্জেন্টিনার বর্তমান পারফর্মেন্স মোটেও আশা জাগায় না ভক্তদের মনে। আর্জেন্টিনা পারবে কি দারুণ ছন্দে খেলা নাইজেরিয়াকে হারাতে? এর জন্যে অপেক্ষা করা লাগবে ২৬ তারিখ পর্যন্ত।