এবার ভারতের মধ্য প্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। মূলত আনন্দিবেন গুজরাটের একটি দৈনিক পত্রিকা বলেছিলেন, নরেন্দ্র মোদি একজন অবিবাহিত পুরুষ। উক্ত ঘটনার প্রেক্ষিতেই মুখ খুলেন মোদি-স্ত্রী।
মোদি-স্ত্রী বলেন, “গভর্নর আনন্দিবেন’র কথায় আমি হতবাক হয়েছি যে নরেন্দ্র মোদি নাকি বিবাহই করেন নি। অথচ ২০০৪ সালের লোকসভা নির্বাচনের মনয়োনপত্র দাখিলের সময়েই মোদি সেখানে নিজেকে বিবাহিত বলে দাবি করেন এবং স্ত্রী হিসাবে আমার নাম দাখিল করেন”
যশোদাবেন মূলত তার ভাই অশোক মোদির মোবাইলে করা এক ভিডিও বার্তায় এসব বলেন।
তিনি উক্ত নারী গভর্নরকে ইশারা করে আরো বলেন, “একজন শিক্ষিত নারী হয়ে আরকজন নারী শিক্ষিকার বিষয়ে এভাবে কথা বলা অপ্রত্যাশিত। এছাড়া তিনি আমাদের মহান ভারতের প্রধানমন্ত্রীর ইমেজের উপরেও আঘাত করেছেন। সে আমার কাছেও খুব সম্মানিত, তিনি আমার কাছে মহাবতার রাম”
মূলত যশোদাবেনের এই ভিডিও বার্তাটি উত্তর গুজরাটের উঁচা নামক গ্রাম থেকে করা হয়েছে বলে নিশ্চিত করেন, তার ভাই আশোক মোদি।
অশোক মোদি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, “দিব্য ভাস্কর পত্রিকায় সর্বপ্রথম মোদির বিবাহ নিয়ে এই বক্তব্য প্রথম দেখে বিশ্বাস করতে পারেন নি। তাই আমরা এই বিষয়ে নিজেদের বক্তব্য হাজিরের ব্যবস্থা করি। তাই আমরা মোদি-স্ত্রী আমার বোন যশোদাবেন-র বক্তব্য ভিডিও করার সিদ্ধান্ত নেই”