ফেভারিট হিসাবে যাত্রা শুরু করা আর্জেন্টিনার জন্য গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটাই হয়ে দাড়িয়েছে বাঁচা-মরার লড়াই। অপর দিকে প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে বেশ স্বস্তিতেই আছে ক্রোয়েশিয়া। সম্পূর্ণ বিপরীত দুটি অবস্থান থেকে দু দল আজ মাঠে নামবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।
প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত ফলের পর আর্জেন্টাইন কোচ একাদশ এবং ট্যাক্টিসে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন বলে আভাস মিলেছে। যদিও এ পরিবর্তনেও এখনো শোনা যাচ্ছে না ডিবালার নাম। অপর দিকে প্রথম ম্যাচেই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়ার মধ্যমাঠে কিছু পরিবর্তন আসার কথাও শোনা যাচ্ছে।
ম্যাচটি আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার মধ্যে হলেও আলোর সবটুকু যে লিওনেল মেসিকে ঘিরেই থাকবে তা বলাই বাহুল্য। পাঁচ বারের এই বিশ্বসেরার দিকেই তাকিয়ে থাকবেন আর্জেন্টাইন সমর্থকরা। সন্দেহ নেই মেসি একাই পার্থক্য গড়ে দিতে পারেন এমন ম্যাচের ক্ষেত্রে। একই সাথে অতিমাত্রায় মেসি নির্ভরশীলতাও কাল হয়ে দেখা দেখা দিতে পারে আর্জেন্টিনার জন্য।
আইসল্যান্ডের মতো ক্রোয়েশিয়া যে ড্রয়ের জন্য খেলবে না তা নিশ্চিত। এবং আর্জেন্টিনাকে চমকে দেয়ার পুরো সামর্থ্যই ক্রোয়াটরা রাখেন। এ ম্যাচে যদি সাম্পাওলি সঠিক কম্বিনেশনটা খুজে না পান তাহলে বড় বিপদই অপেক্ষা করছে দু’ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। বিশ্বকাপ যাত্রা অব্যাহত রাখতে হলে ক্রোয়েশিয়ার গতির জবাব গতি দিয়েই দিতে হবে। স্লথ ফুটবল যে এখন আর তেমন কার্যকর না তার প্রমাণ তো প্রথম ম্যাচেই পেয়েছে আর্জেন্টিনা।
দেখার বিষয়, সাম্পাওলি ভুল থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখেন নাকি দ্বিতীয় ম্যাচেই নক-আউট নিশ্চিত করার আনন্দে মাতে মদ্রিচ-রাকেটিচরা।