ছবিতে ছবিতে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ছবিতে ছবিতে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এক নাম। তারুণ্যের নিকটবর্তী শিল্পভাষ্যকার এই কবি ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং ২১ জুন ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন।

অকাল প্রয়াত এই কবির কবিতায় অকপটে উঠে এসেছে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের চিত্র। সাহসী এই কবি তার স্বল্পায়ু জীবনকে ছড়িয়ে দিয়েছিলেন নান্দনিক সৃষ্টির উল্লাসে। শিক্ষা জীবনে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৮১ সালে বিয়ে করেন নারীবাদী লেখক তসলিমা নাসরীনকে; যা কবির জীবনে অন্যতম প্রভাব সৃষ্টিকারী ঘটনা। যদিও ১৯৮৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।

কবির ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ করে কবির দেখা না দেখা কয়েকটি ছবি জবান-এর পাঠকদের জন্য তুলে ধরা হল। ছবিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে (তারাও হয়তো কারও কাছ থেকে সংগ্রহ করেছে) এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

স্বৈরাচরী সরকারের ‘এশীয় কবিতা উৎসব’র প্রতিবাদে ১৯৮৭ সালে প্রথম আয়োজিত হয় ‘জাতীয় কবিতা উৎসব’। রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন এ উৎসবের অন্যতম উদ্যোক্তা। ১৯৯০ সালে ‘জাতীয় কবিতা উৎসব’-এ মাইক্রোফোনের সামনে কবি
ভাই-বোনদের সাথে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
‘ডাকসু’র নির্বাচনী প্রচারণায় কবি, সাল ১৯৭৯
‘শব্দায়ন’ আয়োজিত দর্শণীর বিনিময়ে কবিতা পাঠ আসরে তরুণ কবিদের সাথে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৮৩ সাল
আশির দশকে ঢাকা প্রেসক্লাবে অভিনেতা হুমায়ুন ফরিদী ও সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের সাথে সস্ত্রীক কবি
ভালোবাসার উজ্জ্বল মুহূর্তে কবি ও তার স্ত্রী তসলিমা নাসরীন। ১৯৮১ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন নারীবাদী লেখক তসলিমা নাসরীনকে
ভাগনি সেঁজুতির প্রথম জন্মদিনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ও তসলিমা নাসরীন
১৯৮৬ সালের একুশে ফেব্রুয়ারি। কবি ও কবিপত্নী
অমর একুশে বইমেলা’য় এক আড্ডায় কবিদের সাথে। সময়- ২১ ফেব্রুয়ারি ১৯৮৬
অন্তরঙ্গ মুহূর্তে কবি ও কবিপত্নী