রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এক নাম। তারুণ্যের নিকটবর্তী শিল্পভাষ্যকার এই কবি ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং ২১ জুন ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন।
অকাল প্রয়াত এই কবির কবিতায় অকপটে উঠে এসেছে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের চিত্র। সাহসী এই কবি তার স্বল্পায়ু জীবনকে ছড়িয়ে দিয়েছিলেন নান্দনিক সৃষ্টির উল্লাসে। শিক্ষা জীবনে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৮১ সালে বিয়ে করেন নারীবাদী লেখক তসলিমা নাসরীনকে; যা কবির জীবনে অন্যতম প্রভাব সৃষ্টিকারী ঘটনা। যদিও ১৯৮৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
কবির ২৭তম মৃত্যুবার্ষিকী স্মরণ করে কবির দেখা না দেখা কয়েকটি ছবি জবান-এর পাঠকদের জন্য তুলে ধরা হল। ছবিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে (তারাও হয়তো কারও কাছ থেকে সংগ্রহ করেছে) এবং সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।









