প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। অপরদিকে নাইজেরিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে ক্রোয়েশিয়া এখন গ্রুপে প্রথম অবস্থানে রয়েছে। আর কিছুক্ষণ পর আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।
আজকে জয়ের জন্যেই নামতে হবে আকাশি সাদাদের নাহয় যে গ্রুপ পর্ব পার হওয়া নিয়েই টানাটানি লেগে যাবে। অন্যদিকে ছেড়ে কথা বলবে না ছন্দে থাকা রাকিটিচ, মদ্রিচ, মানজুকিচ’রাও। দেখে নেই ফুই দলের বিশ্বকাপ পরিক্রমা এবং মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলে।
আজকে নিয়ে পঞ্চম বারের মতো মুখোমুখি হবে দল দু’টি। এর আগের চার বারের লড়াইয়ে আর্জেন্টিনা জেতে দুইবার এবং ক্রোয়েশিয়া একবার। বাকি একটি ম্যাচ ড্র হয়।
এর আগে একবারই আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া গ্রুপ পর্বে মুখোমুখি হয়। ১৯৯৮ বিশ্বকাপের এ ম্যাচটি আর্জেন্টিনা ১-০ তে জয়লাভ করে।
ক্রোয়েশিয়া লাতিন আমেরিকার কোনো দলের সাথে কখনো বিশ্বকাপের খেলায় জয়লাভ করেনি। আর্জেন্টিনা সুপারস্টার লিওনেল মেসি এর আগে দুইবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিলেন এবং দু’বারই মেসি একটি করে গোল করেন।
আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোলটিও ২০০৬ সালে এই ক্রোয়েশিয়ার সাথের খেলাতেই।
লিওনেল মেসি আইসল্যান্ডের সাথে খেলায় গোলের জন্যে ১১ টি শট নেন, যা বিশ্বকাপের কোন ম্যাচে মেসির সবচেয়ে বেশি শট নেওয়ার রেকর্ড। কিন্তু দুর্ভাগ্য তার এত চেষ্টার পরও গোলের দেখা পাননি তিনি।
১৯৭৪ সালের পর থেকে আর্জেন্টিনা কোনবারই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলেও জয়শূন্য থাকেনি। অন্যদিকে ১৯৯৮ সালের পর থেকে ক্রোয়েশিয়া পর পর দুটি গ্রুপ পর্বের ম্যাচে জয়লাভ করেনি।